ভালোবাসার সুরে আইনের কন্ঠ! ডিএসপির গানে হাততালিতে ফেটে পড়লো বালুরঘাটের ” লাভ ফেস্ট” অনুষ্ঠান

0
33

ভালোবাসার সুরে আইনের কন্ঠ! ডিএসপির গানে হাততালিতে ফেটে পড়লো বালুরঘাটের ” লাভ ফেস্ট” অনুষ্ঠান

বালুরঘাট, ১৪ ফেব্রুয়ারী —— ভালোবাসা দিবসে এমন দৃশ্য আগে কখনও দেখেনি বালুরঘাট! একদিকে কড়া আইনের রক্ষক, অন্যদিকে সুরের যাদুকর—এই দুই পরিচয় একসঙ্গে মিলিয়ে দিলেন সদর ডিএসপি বিক্রম প্রসাদ। প্রেমের আবহে ভাসতে থাকা শহরের “লাভ ফেস্ট” অনুষ্ঠানে মঞ্চে উঠে একের পর এক প্রেমের গান গাইলেন তিনি, আর মুহূর্তে উত্তাল হয়ে উঠল সত্যজিৎ মঞ্চ। হাততালির ঝড়, উচ্ছ্বাসের ঢেউ, মুগ্ধতার শিহরণ—এ যেন এক রূপকথার সন্ধ্যা!

সাধারণত আইনের পোশাক গায়ে চাপিয়ে কঠোরভাবে শৃঙ্খলা রক্ষা করাই তার কাজ, কিন্তু এদিন তার কণ্ঠে বাজল ভালোবাসার সুর। তরুণ-তরুণীদের হৃদয়ে ছুঁয়ে গেলেন তিনি, প্রমাণ করলেন ভালোবাসার কোনো বাঁধন নেই, কোনো সংজ্ঞার প্রয়োজন নেই। শহরের যুবকেরা এমন চমকপ্রদ সন্ধ্যার প্রত্যাশা করেননি, কিন্তু এই মুহূর্ত হয়ে রইল স্মরণীয়।

যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রও। আয়োজকদের অন্যতম সমু পাল বলেন, “শহরের তরুণ-তরুণীদের জন্য ১৪ ফেব্রুয়ারি দিনটাকে একটু অন্যভাবে সাজাতে চেয়েছিলাম। কিন্তু ডিএসপি স্যারের গান আমাদের প্রত্যাশার সব সীমা ছাড়িয়ে গেল! এমন ভালোবাসার উদযাপন আগে কখনও হয়নি।”

বালুরঘাটে আগে কখনও ভালোবাসা দিবস নিয়ে এমন আয়োজন দেখা যায়নি। কিন্তু “লাভ ফেস্ট” শুধু উৎসব নয়, যেন ভালোবাসার নতুন সংজ্ঞা হয়ে উঠল। ভালোবাসা যে শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, সে যে দায়িত্ববোধ, মানবিকতা আর আনন্দের সুরেও ধরা দেয়—ডিএসপির গানে মিশে গেল সেই বার্তাই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here