দুটি পিস্তল,২রাউন্ড তাজা গুলি সহ দুই যুবককে গ্রেফতার করলো পুলিশ
শীতল চক্রবর্তী ১৬ ফেরুয়ারি বালুরঘাট।গোপন সূত্রে খবর পেয়ে পৃথক দুটি জায়গা থেকে দুটি পিস্তল সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া ও ১৬নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার তাদের বাড়ি থেকে পিস্তল উদ্ধার করার পাশাপাশি দুইজনকে গ্রেফতার করে।ধৃত দুজনকে পুলিশ রবিবার তদন্তের স্বার্থে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে ৭দিনের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছে। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে ,দুটি পিস্তল,দুই রাউন্ড তাজা গুলি সহ ধৃত দুইজনের নাম নিরঞ্জন দাস,বাড়ি গঙ্গারামপুর পুরসভার ১০নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায়,ও প্রীতম দাস,তার বাড়ি গঙ্গারামপুর পুরসভার ১৬নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায়। গঙ্গারামপুর থানা সূত্রের খবর,গোপন সূত্রে গঙ্গারামপুর থানার টাউন বাবু বিশ্বজিৎ বর্মনের কাছে খবর প্রায় যে,ওই দুজনের কাছে পৃথক দুটি জায়গায় দুটি পিস্তল,দুই রাউন্ড তাজা গুলি তারা পৃথক দুটি জায়গার বাড়িতেই লুকিয়ে রেখেছে কোন সমাজ বিরোধী কাজ করার জন্য।এই খবর থানার টাউন বাবুর কাছে জানার পরেই আইসি শান্তনু মিত্র টাউন অফিসার থানার একটি টিম নিয়ে গিয়ে দুটি জায়গা থেকে দুটি পিস্তল,দুই রাউন্ড তাজা গুলি সহ নিরঞ্জন সরকার ও প্রীতম দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে বলে পুলিশের দাবি। গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র জানিয়েছেন,”গোপন সূত্রে খবর পেয়ে দুটি পিস্তল,দুই রাউন্ড তাজা গুলি সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।তদন্তের স্বার্থে ৭ দিনের হেফাজতে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে”।