দক্ষিণ দিনাজপুরে সিমকার্ড প্রতারণার পর্দা ফাঁস পুলিশের!

0
134

দক্ষিণ দিনাজপুরে সিমকার্ড প্রতারণার পর্দা ফাঁস পুলিশের! উদ্ধার ১৬৪ টি ভুয়ো সিম, গ্রেফতার তিন

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৯ ফেব্রুয়ারী —— দক্ষিণ দিনাজপুরে সাইবার অপরাধের জালে বড়সড় আঘাত! ভুয়ো পরিচয়পত্র দিয়ে সিমকার্ড সংগ্রহ করে কোটি টাকার প্রতারণা চালানোর অভিযোগে গ্রেফতার তিন কুখ্যাত প্রতারক। চাঞ্চল্যকর এই ঘটনায় ধৃতরা হল তপনের হরসুরা গ্রামের বিদ্যুৎ মেহেরা, বংশীহারির শিহল এলাকার মেহেফুজ আলম ও অপূর্ব তালুকদার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে জেলা সাইবার ক্রাইম থানার পুলিশ। বুধবার তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশের তদন্তে উঠে এসেছে রোমহর্ষক তথ্য। অভিযুক্তরা একাধিক ভুয়ো পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন টেলিকম সংস্থার কাছ থেকে সিমকার্ড সংগ্রহ করত। এরপর সেই সিম মোটা টাকার বিনিময়ে তুলে দেওয়া হত প্রতারকদের হাতে, যারা ব্যাঙ্কিং প্রতারণা, ডিজিটাল লেনদেন জালিয়াতি ও ব্যক্তিগত তথ্য চুরির মতো অপরাধ চালাত। তদন্তে দেখা গেছে, ১৬৪টি ভুয়ো সিম ব্যবহার করে লক্ষাধিক মানুষের সঙ্গে প্রতারণা চালানো হয়েছে!

দক্ষিণ দিনাজপুর জেলা সাইবার ক্রাইম শাখা বহুদিন ধরেই এই চক্রের গতিবিধির উপর নজর রাখছিল। একাধিক অনলাইন প্রতারণার ঘটনায় ব্যবহৃত ফোন নম্বর ট্র্যাক করেই উঠে আসে এই তিন অভিযুক্তের নাম। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, “চক্রটি অত্যন্ত সুসংগঠিতভাবে কাজ করছিল। তবে পুলিশের কড়া নজরদারিতে শেষ পর্যন্ত ধরা পড়ে যায়।”

ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানিয়েছেন, তিনজনকে গ্রেফতার করে এই ঘটনার গভীরে যাবার চেষ্টা করছে পুলিশ। টেলিকম সংস্থার প্রতিনিধিদের সাথে আলোচনার পরেই এব্যাপারে আরো তথ্য সংগ্রহ করতে পারবে পুলিশ।

সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার বলেন, “বিচারক ধৃতদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এই ঘটনার পর জেলা পুলিশ নাগরিকদের সতর্ক থাকার আবেদন জানিয়েছে। কোনও সন্দেহজনক ফোন কল, এসএমএস বা ব্যাঙ্ক লেনদেন দেখলে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। পুলিশের হুঁশিয়ারি, “সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই আরও কঠোর হবে। জালিয়াতদের রেহাই নেই!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here