বুনিয়াদপুরে কন্যা সন্তানকে সামনে রেখে আত্মঘাতী হলো মা, শোরগোল এলাকায়
শীতল চক্রবর্তি বালুরঘাট ১৯ ফেরিয়ারি।দেড় মাসের কন্যা সন্তানকে সামনে রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের ৮নম্বর ওয়ার্ড বিডিও অফিসপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম ,পাপিয়া বিশ্বাস (২৯) বাড়ি বুনিয়াদপুর শহরের ৮ নম্বর ওয়ার্ড বিডিও অফিস পাড়া এলাকায়। মৃত ওই গৃহবধূর দেড় মাসের কন্যা সন্তান সহ ৯বছরের একটি ছেলে সন্তান রয়েছে। কন্যা সন্তান হবার পর থেকে দুইটি সান্তনকে মানুষ করবে কিভাবে বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে গৃহবধূর স্বামী দাবি করেছেন। বুধবার বেলা ১২টা নাগাদ নিজের ঘরে কন্যা সন্তানকে দোলনায় রেখে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এই গৃহবধূ বলে খবর।কন্যা সন্তানের কান্নার আওয়াজ পেয়ে পরিবারের লোকজন গৃহবধূ পাপিয়াকে ডাক দিলে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকলে দেখতে পাই কন্যা সন্তানকে দোলনায় রেখে ঘরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে পাপিয়া।পুরো ঘটনা দেখে গৃহবধূকে চেপে ধরে তার স্বামী সহ এক বন্ধু টিংকু। তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রশিদপুর গ্রামে হাসপাতালে। রশিদপুর গ্রামীন হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে গৃহবধূর স্বামী প্রবীর বিশ্বাস জানিয়েছেন ,”আমি প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে রান্না করার জন্য বাজার করে এনে দিয়েছি। তার পর কখন যে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে একদমই বুজতে পারেনি।বহু বার ডাকাডাকি করলেও সাড়াশব্দ না পেলে দরজা ভেঙ্গে দেখতে পাই এরকম ঘটনা।পুরো বিষয়টি আমার অজানা। বিষয়টি জানার পরে সেখানে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ।পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।