বংশীহারি ব্লকের তরফে ১২৩টি স্কুলের জন্য মিডডে মিলের সামগ্রী দেওয়া হলো
শীতল চক্রবর্তী বালুরঘাট ২০ ফেব্রুয়ারি ।মিডডে মিলের রান্নার সুবিধার্থে ১২৩টি স্কুলে রান্নার সামগ্রী দেওয়া হলো দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মাধ্যমে। তাদের হাতে জিনিসপত্র গুলি তুলেদেন ব্লকের বিডিও,পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরো অনেকেই। রান্নার সামগ্রী পেয়ে খুশি হয়েছেন স্কুল শিক্ষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সহযোগিতায় বংশীহারী ব্লকের মাধ্যমে ১২৩টি স্কুলে মিডডে মিলের রান্নার সামগ্রী দেওয়া হলো। মিডডে মিলের রান্না করতে যাতে দেরি না হয় সেই সুবিধার্থে মিক্সার মেশিন,পেশার কুকার, গ্যাসে রান্না করার ওভেন সহ ১০টি করে থালাবাসন তুলে দেওয়া হলো স্কুলগুলিতে। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ১২৩টি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বংশীহারী ব্লকে ডেকে শিক্ষক শিক্ষিকাদের হাতে রান্নার সামগ্রী তুলে দেওয়া হয়।এদিনের এই সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের বিডিও পুজা মীনা,জয়েন্ট বিডিও মানবেন্দ্র সাহা, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এবিষয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছে,”১৯৬টি স্কুলের মধ্যে ১২৩টি স্কুলে রান্না করার সামগ্রী বিতরণ করা হলো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সহযোগিতায় ১২৩টি স্কুলের মিড ডে মিলের রান্না করে সামগ্রী দেওয়া হলো”।
এবিষয়ে নুরপুর জুনিয়ার হাইস্কুলের শিক্ষক সুভাষ চাকি জানিয়েছে, স্কুলে মিডডে মিলের রান্নার সুবিধার্থে মিক্সার মেশিন,পেশার কুকার, গ্যাসে রান্না করার ওভেন সহ ১০টি করে থাকা দেওয়া হলো। এই সমস্ত সামগ্রী পেয়ে আমরা ভীষণ খুশি”।