হরিরামপুর: মঙ্গলবার গভীর রাতে আগুনে ভস্মীভূত হলো একটি বাড়ি ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বড় বগুলাহার গ্রামে । পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া সেরে তারা রাত্রে ঘুমোতে যাই গভীর রাতে দেখে দাউ দাউ করে জ্বলছে তাদের বাড়িতে আগুন ঘটনায় কোনক্রমে নিজেদের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন পরিবারের সকলে মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র ঘটনা দেখতে পেয়ে ছুটে আসে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে ব্যর্থ হয় তারা পরে বংশীহারী দমকল বিভাগে ফোন করলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করেন তবে কি কারণে আগুন লেগেছে তা ধোঁয়াশা রয়েছে পরিবারের কাছে আগুনে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারে লোকজনেরা অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র থেকে শুরু করে বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনসার আলী ও বৈরহাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তোফাজ্জল হোসেন।
বাইট ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মাতাবুল হোসেন জানিয়েছেন, গভীর রাতে বাড়িতে কিভাবে যে আগুন লাগলো আমরা তা বুঝে উঠতে পারছিনা মুহূর্তের মধ্যে সবকিছুই পুড়ে ছাই হয়ে গেল আমরা চাই সকলেই আমাদের পাশে দাঁড়াক
বাইট প্রতিবেশী মুঞ্জুয়ারা আলম জানিয়েছেন আমরা গভীর রাতে চিৎকার শুনে ছুটে আসি এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে আমরা সকলেই মিলে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কিন্তু তবুও মুহূর্তের মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে গেল আমরা চাই সকলেই এদের পাশে দাঁড়াক।
বাইট বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনসার আলী জানিয়েছেন আগুন লাগার বিষয়টি আমি শুনেছি এবং তৎক্ষণাৎ আমি তাদের বাড়িতে পৌঁছে যাই গিয়ে দেখি সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে আমরা যতটুকু পারি অবশ্যই তাদের পাশে দাঁড়াবো ।
বাইট বৈরহাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তোফাজ্জল হোসেন জানিয়েছেন,