গৌড়বঙ্গের মাটিতে পতিরাম কলেজের স্বর্ণজয়! ফুটবল-খো খো-তে অপ্রতিরোধ্য দাপট
বালুরঘাট, ২৭ ফেব্রুয়ারী —- গৌড়বঙ্গের ক্রীড়াজগতে ইতিহাস লিখল পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ! আন্তঃকলেজ ফুটবল ও খো খো প্রতিযোগিতায় একক আধিপত্য কায়েম করে ফুটবলে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন, মহিলাদের খো খো-তে অপরাজিত বিজয়ী হল পতিরাম কলেজ। শুধু তাই নয়, পুরুষদের খো খো এবং মহিলাদের ইন্ডিভিজুয়াল গেমেও রানার্স আপ হয়ে ক্রীড়াজগতে নিজেদের শ্রেষ্ঠত্বের ছাপ রেখে দিল তারা।
বৃহস্পতিবার কলেজ চত্বরে যেন উৎসব নেমে আসে! ফুটবল ও খো খো-তে নজির গড়ার পর পতিরাম কলেজের ছাত্রছাত্রীরা ট্রফি হাতে সুসজ্জিত বিজয় মিছিল নিয়ে বের হয় পতিরাম তালতলা মোড় থেকে কলেজ পর্যন্ত। শহরবাসী তখন সাক্ষী থাকে এক ঐতিহাসিক মুহূর্তের! কলেজ পড়ুয়াদের উল্লাসধ্বনি আর পটকার আওয়াজে গোটা এলাকা প্রকম্পিত। উচ্ছ্বাসে ফেটে পড়েন ছাত্রছাত্রী থেকে অধ্যাপক-অধ্যাপিকা সকলেই। কলেজের কতৃপক্ষ জানান, “এই জয় শুধু আমাদের কলেজের নয়, গৌড়বঙ্গের সম্মান!”
কলেজের গেম বিভাগের শিক্ষক রঞ্জন মাহাতো বলেন, “প্রায় ২০টিরও বেশি কলেজকে টপকে আমাদের ছাত্রছাত্রীরা যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে, তা সত্যিই গর্বের। আমরা বিশ্বাস করি, এই জয় শুধু শুরু—রাজ্য ও জাতীয় স্তরেও আমাদের জয়রথ চলবে!”
এই সাফল্যে এখন গৌড়বঙ্গের ক্রীড়ামঞ্চে একটাই নাম—পতিরাম কলেজ!