রাতের অন্ধকারে তাণ্ডব, পুড়ল গাড়ি—সদরঘাটে চাঞ্চল্য
বালুরঘাট, ২৭ ফেব্রুয়ারী ——- বালুরঘাট শহরের আত্রেয়ী সদরঘাটে রাতের নীরবতা ভেঙে দুষ্কৃতীদের তাণ্ডব! গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল মাঝরাতে। ভস্মীভূত যান, ধোঁয়ার কুণ্ডলী আর আতঙ্কের ছায়া—ঘটনাটি জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করেছে।
বিজয় জয়সওয়াল নামে এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তাঁর গাড়িটি সদরঘাটে পার্ক করেছিলেন। রাত একটা-দুটো পর্যন্ত সেখানে শিবপুজোর আয়োজন চলছিল। পুজো শেষে সবাই বাড়ি ফিরে গেলে সুযোগ বুঝে দুষ্কৃতীরা এই ভয়ঙ্কর কাজটি ঘটায় বলে অনুমান। কিন্তু কেন তাঁর গাড়ি টার্গেট করা হল, সে বিষয়ে তিনি কিছুই বুঝতে পারছেন না।
বালুরঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে। ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানিয়েছেন, দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে প্রহর কাটাচ্ছে স্থানীয়রা। দুষ্কৃতীদের উদ্দেশ্য কী? ব্যক্তিগত আক্রোশ, নাকি অন্য কোনো ষড়যন্ত্র? তদন্ত চলছে। পুলিশ আশ্বাস দিয়েছে, খুব শীঘ্রই আসল রহস্য উন্মোচিত হবে।