গঙ্গারামপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের স্কুল খুলে দৃষ্টান্ত স্থাপন করল

0
16

গঙ্গারামপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের স্কুল খুলে দৃষ্টান্ত স্থাপন করল উড়ানের থার্ড আই সংগঠনের সম্পাদক চিকিৎসক প্রণব বাবু,করা হলো ৮বছরের বাৎসরিক অনুষ্ঠানও শীতল চক্রবর্তী বালুরঘাট ২মার্চ দক্ষিণ দিনাজপুর।প্রণব কুমার সাহা,পেশায় সরকারি হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক।পরিবারে একমাত্র কন্যা সন্তানটিও মানসিক ভারসাম্যহীন।তিনি বুঝতে পেরেছিলেন এই সমস্ত সন্তানগুলিকে শিশু ও কিশোর অবস্থায় তাদের পাশে সহানুভূতি নয়, সহমর্মিতা চাই।সেই বিষয়টি মাথায় রেখেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সাহাপাড়া এলাকার বাসিন্দা প্রণববাবু বেশ কিছু চিকিৎস ও সমাজের প্রথম সারির মানুষজনদের নিয়ে তৈরি করেছেন উড়ান(বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উৎকর্ষ কেন্দ্র) নামে একটি সংগঠন। উড়ান সংস্থার থার্ড আই নামে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু, কিশোরদের পড়াশোনা করানো হয় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে।এবছর সেই স্কুলটি ৮বছরে পদার্পনে ওই সমস্ত শিশু কিশোর কিশোরীদের নিয়ে হল বিশেষ অনুষ্ঠান।নাচ,গান ,কবিতা আবৃতি, বসে আকো প্রতিযোগিতার মতো বিভিন্ন ধরনের অনুষ্ঠান।সেখানে পড়াশুনা করিয়ে শিশু ও কিশোরদের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে বলে মনে করেন ওই সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। সংগঠনের সম্পাদক, সভাপতি জানান,”এমন কাজ তারা সমাজের জন্য করে যাবেন।” ৮বছর আগে গঙ্গারামপুর শহরের সাহাপাড়া এলাকার বাসিন্দা প্রণব কুমার সাহা,পেশায় বর্তমানে কালিয়াগঞ্জ সরকারি হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক।তার পরিবারে একমাত্র কন্যা সন্তানটি মানসিক ভারসাম্যহীন।আর ৫জন ছাত্র ছাত্রীদের মত কথা বলা বা চলাফেরা করা তার পক্ষে সম্ভব নয়।তখন তিনি নিজে উদ্যোগ নিয়ে উড়ান নামে ওই সংস্থাটি চালু করেন। বর্তমানে সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে প্রায় উপরে মুখ ও বধির জেলার ৩৫ জন ছাত্রছাত্রীদের পড়াশোনা করিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। চিকিৎসক তথা উড়ানের সম্পাদক প্রণব কুমার সাহা জানিয়েছেন,”বিশেষ চাহিদা পূরণ করার জন্য এমন স্কুল খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের জন্য ওরা পিছিয়ে না থাকে তার জন্য এমন স্কুলে পড়াশোনা করানো হয়ে থাকে,।” উড়ান সংস্থার সভাপতি তথা চিকিৎসক অনিমেষ নন্দী ও গঙ্গারামপুর শহরের বিশিষ্ট সমাজসেবী তথা সংগঠনের অন্যতম সদস্য নিহার রঞ্জন ঘোষ জানিয়েছেন,”এমন কাজে এসে বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষাদান করতে পেরে আমরা খুশি।” উড়ান সংস্থার থার্ড আই স্কুলে পড়াশুনা করা দুই ছাত্র নবনীতা শীল,আয়ুশ সাহার অভিভাবক অর্পিতা শীল,চন্দনা সরকার সাহারা জানান,”আমাদের ঘরের ছেলে মেয়েরা মানসিক ভারসাম্যহীন।সাধারণ স্কুলে তারা পড়াশুনা করতে পারে না।তাই উড়ান থার্ড আই নামে সংস্থায় পড়াশোনা করিয়ে সমাজের যেন তারা এগিয়ে যাচ্ছে সেই কারনেই তাদের সাধুবাদ জানাই এই সংস্থাকে।” উড়ানের অষ্টম বর্ষের অনুষ্ঠানে গঙ্গারামপুর হাইরোডের একটি জায়গায় মুখ ও বধির ছাত্র-ছাত্রীদের নিয়ে নাচ, গান, বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here