নারী দিবসে বালুরঘাটে ফুটবল উৎসব, মাঠ দাপালেন জেলার কন্যারা

0
14

নারী দিবসে বালুরঘাটে ফুটবল উৎসব, মাঠ দাপালেন জেলার কন্যারা

বালুরঘাট, ৮ মার্চ —– নারী দিবসে জয়গান শুধুই কথায় নয়, এবার তা প্রতিফলিত হল মাঠে। জেলার সেরা মহিলা ফুটবলারদের নিয়ে জমকালো প্রতিযোগিতার আসর বসলো বালুরঘাটে। নেতাজী স্পোর্টিং ক্লাবের সবুজ গালিচায় এদিন দেখা গেল চারটি দুর্ধর্ষ মহিলা দলের লড়াই। একদিকে কুশমণ্ডি, তপন, বালুরঘাট, অন্যদিকে হিলির ত্রিমোহিনী— প্রত্যেকেই নিজেদের সেরাটা উজাড় করে দিলেন মাঠে।

বালুরঘাট পৌরসভার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রীড়াজগতের মহিলাদের সম্মানিত করার পাশাপাশি তাঁদের প্রতিভাকে সামনে আনার বার্তা দেওয়া হয়। প্রতিযোগিতা শেষে পুরসভার পক্ষ থেকে প্রত্যেক ফুটবলারকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বললেন, “এই মেয়েরাই জেলার গর্ব। ফুটবলে তাঁরা যে দক্ষতা দেখাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই আয়োজন ভবিষ্যতেও চলবে।”

তবে শুধু ফুটবল নয়, এদিন সংবর্ধনা জানানো হয় নির্মল সাথী ও নির্মল বন্ধু হিসেবে কাজ করা মহিলাদেরও। একদিকে মাঠে গর্জন ছুটিয়েছে ফুটবলের মহাযুদ্ধ, অন্যদিকে নারীশক্তিকে কুর্নিশ জানিয়ে এক ঐতিহাসিক দিন দেখল বালুরঘাট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here