ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল খেলা নিয়ে ‘সবুজ-গেরুয়ার মহাযুদ্ধ’ বালুরঘাটে!

0
52

ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল খেলা নিয়ে ‘সবুজ-গেরুয়ার মহাযুদ্ধ’ বালুরঘাটে! থানা মোড়ে এলইডি স্ক্রিন ঘিরে ঠান্ডা লাড়াই

বালুরঘাট, ৯ মার্চ : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরে উত্তেজনা ছিল আকাশছোঁয়া, কিন্তু ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ শুরুর আগেই বালুরঘাটের থানা মোড়ে শুরু হয়ে গেল আরেক ‘ফাইনাল’! ব্যাট-বলের লড়াই ছাপিয়ে এখানে জমে উঠল রাজনৈতিক শক্তি প্রদর্শনের লড়াই। এক জায়গা, দুই স্ক্রিন, দুই শিবির—তার সঙ্গে সবুজ ও গেরুয়া চেয়ারের অঘোষিত ‘রাজনৈতিক মহারণ’!

বালুরঘাটের থানা মোড়, যেখানে বড় ম্যাচ এলেই ভিড় জমে বিজেপির ভ্রাম্যমাণ এলইডি স্ক্রিনের সামনে। এলাকাবাসীর জন্য ক্রিকেট দেখানোর রেওয়াজ তাদের বহু বছরের। তবে এবারের ছবিটা একেবারেই আলাদা!

ফাইনালের কয়েক ঘণ্টা আগে বিজেপির পুরনো জায়গা দখল করে বড় এলইডি স্ক্রিন বসিয়ে দিল তৃণমূল। সামনে সারি সারি সবুজ চেয়ার। নির্দিষ্ট জায়গা না পেয়ে কিছুটা দূরে নিজেদের স্ক্রিন বসাতে বাধ্য হল বিজেপি, তাদের স্ক্রিনের সামনেও সারি সারি গেরুয়া চেয়ার। ব্যস, শুরু হয়ে গেল রাজনৈতিক ‘দর্শক টানার লড়াই’!

পুরো ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় চাপানউতোর। এক স্ক্রিনের সামনে উপচে পড়া ভিড়, অন্যদিকে তুলনামূলক কম দর্শক—কে এগিয়ে? কে ক্রিকেটের নামে রাজনৈতিক ‘শক্তি প্রদর্শন’-এর সফল কৌশলী?

বিজেপির শহর মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সরাসরি অভিযোগ করে বললেন,”আমরা তো এত বছর ধরে এখানে খেলা দেখাই। এবার তৃণমূল এসে আমাদের জায়গা দখল করে নিল। তবে ভারত জিতলেই সব ঠিক!”

তৃণমূলের টাউন সভাপতি প্রীতম রাম মণ্ডল বললেন, “এখানে রাজনীতি নেই। মানুষ যেন আনন্দে খেলা দেখতে পারে, সেই জন্যই এই আয়োজন। পুরসভার অনুমতি নিয়েই স্ক্রিন বসিয়েছি।”

খেলা শুরুর সঙ্গে সঙ্গেই দুই স্ক্রিনের সামনেই মানুষের ঢল। কিন্তু একপাশে উপচে পড়া ভিড়, অন্যপাশে অপেক্ষাকৃত কম জমায়েত—এটাই কি বলে দিল কে এগিয়ে?

শেষ পর্যন্ত ভারত জিতুক বা না জিতুক, বালুরঘাটের থানা মোড়ে আসল উত্তেজনা ছিল সবুজ-গেরুয়া চেয়ার ঘিরেই! ‘রাজনৈতিক ফাইনালে’ শেষ হাসি কে হাসল, উত্তর হয়তো মিলবে আগামী ভোটেই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here