তপনের মাগুরপুরে হারভেস্টারে গুরুতর আহত হলো এক কিশোর,ভর্তি হাসপাতালে

0
105

তপনের মাগুরপুরে হারভেস্টারে গুরুতর আহত হলো এক কিশোর,ভর্তি হাসপাতালে

শীতল চক্রবর্তী বালুরঘাট ১২ মার্চ।মাঠে হারভেস্টার দিয়ে সরিষা মারতে গিয়ে হারভেস্টারের মধ্যে ঢুকে আহত এক কিশোর।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত মাগুরপুর ডিএলএড কলেজের সামনের মাঠে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাকেরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে।এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই কিশোরের নাম মিনু (১৪) বছর।মামার বাড়িতে থেকেই মানুষ হন ওই কিশোর। তপন থানার ১নম্বর রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেচিপাড়া গ্রামে মামার বাড়ি ওই কিশোরের।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,হারভেস্টারের কাজে কর্মরত ছিল এই কিশোর।এদিন দুপুরে মাঠের মধ্যে সরিষা মাড়াই করার সময় হঠাৎই হারভেস্টারের মধ্যে ঢুকে পড়ে ওই কিশোর বলে জানা গিয়েছে। তড়িঘড়ি হারভেস্টার বন্ধ করে দেওয়া হয়।কিশোরের কোমড় থেকে মাথার দিকটা বাইরে বেরিয়ে ছিল,বাকি পায়ের দিকটা ভিতরে ঢুকে যায়।কিশোর যন্ত্রণার আওয়াজে ছুটে আসে মাঠে থাকা স্থানীয়রা।খবর ছড়িয়ে পড়ায় পরিস্থিতি দেখতে ছুটে আসে আসে পাশের গ্রামের বাসিন্দারা।খবর পেয়ে ছুটে আসে তপন থানার পুলিশও।মঙ্গলবার বেলা ১১টার সময় ঘটনাটি ঘটলেও প্রায় ২ ঘণ্টা পরে আহত কিশোরকে উদ্ধার করে পাঠানো হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানেই তার চিকিৎসা চলছে।
এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা জাকির আলী জানিয়েছেন” মাগুরমুর ডিএলএড কলেজের সামনের মাঠে সরিষা মাড়াই করার সময় হারভেস্টারের মধ্যে ঢুকে যায় মিনু নামে এক কিশোর। ঘটনায় গুরুতর আহত হয় ওই সে।তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে তার অবস্থা আসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র জানিয়েছে”হারভেস্টারে চাপা পড়ে একজন আহত হয়েছে।তার চিকিৎসা চলছে হাসপাতালে।পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here