গঙ্গারামপুর থানার পুরানপাড়া ধলদিঘি গ্রামে নেশার উপযুক্ত বাড়ায় ক্ষোভ এলাকাবাসীদের,গ্রেপ্তার -২, তদন্তে পুলিশ
শীতল চক্রবর্তী বালুরঘাট ১২ মার্চ:- মাদকাসক্ত সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা।এমন ঘটনা নিয়ে নেশার ঠেকের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার ক্ষুব্ধ গ্রামবাসীরা।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুরানপাড়া ধলদিঘি গ্রামে।পুলিশ এসে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করে।ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
গঙ্গারামপুর থানার পুরানপাড়া ধলদিঘি এলাকার বাসিন্দাদের অভিযোগ,গঙ্গারামপুর থানার ধলদিঘি পুরাণপাড়া এলাকার কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় নেশার সামগ্রী বিক্রি করার সঙ্গে যুক্ত হয়েছেন।সেই নেশার সামগ্রী কিনতে প্রতিদিন বহিরাগত যুবকদের ভিড় জমছে গ্রামে বহু দিন ধরেই বলে অভিযোগ তাদের। মাঝে মধ্যে আবার নেশার ঠেক বসছে বলে অভিযোগ এলাকার একাংশ যুবকদের বিরুদ্ধে।যার কারনে নষ্ট হচ্ছে এলাকার যুব সমাজ ও এলাকার পরিবেশ।নেশা জিনিস বিক্রির মাত্রা যত এলাকায় বাড়তে থাকছে বলে অভিযোগ।যার ফলে এলাকায় বাড়ছে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা একাধিক ঘটেই চলেছে। গ্রামবাসীরা জানায়,সোমবার সন্ধ্যায় গ্রামে নেশার ঠেক বসনোর অভিযোগ ৮ যুবককে গ্রামবাসীরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।ফের মঙ্গলবার দুপুরে বহিরাগত দুই যুবক নেশার ঠেক বসায় বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা দুই যুবককে আটক করে। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।সোমবারে পরে ফের মঙ্গলবার সকালের ঘটনাতেও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এলাকার ক্ষুব্ধ গ্রামবাসীরা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সরব হন।
গ্রামের গৃহবধূ সাবিনা ইয়াসমিন অভিযোগ করে বলেন,” আমাদের গ্রামের কিছু অসাধু ব্যবসায়ী যুবক নেশার সামগ্রী বিক্রি করতে শুরু করেছে।এই নেশার সামগ্রী কিনতে বহিরাগত যুবকরা ভিড় করছে ,অনেক সময় নেশার ঠেক বসাচ্ছে।এতে আমাদের সুষ্ট পরিবেশ নষ্ট হচ্ছে।এদিন বহিরাগত দুই যুবককে নেশার ঠেক বসিয়ে ছিল।আমরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দিলাম। ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বলেন,”বিষয়টি শুনেছি পুলিশকে দেখতে বলেছি যেন ,আগামীতে এমন ঘটনা না ঘটে।” গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র জানিয়েছেন,”পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”