বাস বন্ধ রেখে আন্দোলনে গাড়ি মালিকেরা

0
43

তপনে বাসের যাত্রীকে টোটোতে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে “অভিযোগ “টোটো চালকের মারধরে আহত হলো গাড়ি চালক সহ কন্ডাক্টর।তপনের সমস্ত বাস বন্ধ রেখে আন্দোলনে গাড়ি মালিকেরা,প্রশাসনের হস্তক্ষেপে মিটল সমস্যা

শীতল চক্রবর্তী বালুরঘাট ১২ই মার্চ।বাসের যাত্রীকে টোটোতে নিয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার চৌরঙ্গী বাসস্ট্যান্ড এলাকায়।অভিযোগ উঠেছে, ওই বাসের চালক ও কন্ডাক্টরকে টোটো চালকেরা বেধড়ক মারধর করলে তারা দুজন বর্তমানে তপন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে তপন থেকে জেলার বিভিন্ন রুটের সমস্ত গাড়ির মালিকেরা এদিন গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে আন্দোলনের নামে।যদিও পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সমস্যা মিটে যায়। বুধবার তপন চৌপথিতে করদহ রুটে একটি বেসরকারি বাস যাত্রী তোলার সময় দাড়িয়ে ছিল। সে সময় বাসের সামনে এসে দাঁড়ায় একটি টোটো।সেই সময় যাত্রী তোলা নিয়ে বাস কনডাক্টর ও টোটো চালকের মধ্যে বচসা শুরু হয়।এরপরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।অভিযোগ,” বাস কনডাক্টর দেবব্রত ঘোষকে মারধর করে টোটো চালক রবিউল মিঁয়া। কনডাক্টরকে বাঁচাতে গেলে বাস চালকেও মারধর করা হয় বলে অভিযোগ।ঘটনায় আহত হন বাস কনডাক্টও ।চিকিৎসার জন্য তাদের দুজনকে তপন গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।বিষয়টি জানাজানি হতেই বিভিন্ন রুটের বাস মালিকেরা তপন চৌপথিতে রাজ্য সড়কের ওপর বাস রেখে অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন।অভিযুক্ত টোটো চালকের স্বস্তির দাবি তুলে সরব হন।প্রায় ৫ঘন্টা ধরে চলে অবরোধ। এক গাড়ির চালক অভিযোগ করে বলেন,”বিনা কারণে আমাদের মারধর করেছে বলেই আন্দোলনের নাম হয়েছে।অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানাই।”
তপন বাস মালিক ওয়ান ত্র্যাসোসিয়েশনের সম্পাদক স্বপন বিশ্বাস অভিযোগ করে বলেন,”টোটোর দাপটে বাস গুলিতে যাত্রী নেই। অনেক মালিক বাস বন্ধ করে দিয়েছেন।আমাদের একটি বাস করদহ যাবার জন্য তপন চৌপথিতে দাড়িয়ে যাত্রী তুলছিল।এমন সময় একটি টোটো এসে বাস থেকে যাত্রী নামিয়ে নেবার চেষ্টা করে।কনডাক্টর প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।চালক আটকে গেলে তাকেও মারধর করা হয়। কনডাক্টরের চিকিৎসা চলছে হাসপাতালে। সেজন্য বাস চলাচল বন্ধ রেখেছি।”। যদি অভিযুক্ত টোটো চালক রবিউল মিঁয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও অস্বীকার করে বলেন”, মিথ্যা ভাবে আমাদের পাশানো হয়েছে। ওই যাত্রীরে আমাদের টোটো তে চড়তে চেয়েছিল।বিনা কারণে আমাদের মারধর করেছে আমরা কারো গায়ে হাত দেইনি। তপন থানার আইসি জানিয়েছেন,”বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মিটানোর চেষ্টা করা হচ্ছে।” এদিকে বাস মালিক,চালক ও কনডাক্টদের অবরোধের জেরে চরম ভোগান্তির মধ্যে পড়েন কলেজ পরীক্ষার্থীরা। বাস না চলায় দুর দুরান্তের যাত্রীরা হয়রানীর মুখে পড়েন।শেষে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here