দীর্ঘদিনের বেহাল রাস্তা সারাই করার দাবিতে পথ অবরোধে সামিল হলেন এলাকার মহিলারা।

0
405

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:দীর্ঘদিনের বেহাল রাস্তা সারাই করার দাবিতে পথ অবরোধে সামিল হলেন এলাকার মহিলারা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ঘোরামরায়। ঘোড়ামারা থেকে বামনিয়া পর্যন্ত যাবার পাকা রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে , কোনো প্রকার যানবাহন সেই রাস্তা দিয়ে যাত্রী পরিবহন করতে রাজি হয় না। ওই রাস্তার ওপরেই রয়েছে গ্যাসের গুদাম। তার ফলে কামাখ্যাগুড়ি এলাকার মানুষ কে সবসময় ওই গুদামে রান্নার গ্যাস আনতে যেতে হয়। গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি ওই রাস্তায় মাঝে মাঝেই খারাপ হয়ে পড়ে থাকে ।বিগত পাঁচ বছর ধরে জেলাপরিষদের অধীনে থাকা রাস্তার খারাপ অবস্থা নিয়ে তাই আন্দোলনে সামিল হয়েছেন মহিলারা। তাদের দাবি অবিলম্বে তৈরি করতে হবে রাস্তাটি। সকাল আট টা থেকে চলছে অবরোধ। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ । স্থানিয় তৃণমূল নেতারাও ঘটনাস্থলে উপস্থিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here