মালদা, ২৫ নভেম্বর:-যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো ও টোটো চালকদের মধ্যে বচসার জেরে জাতীয় সড়ক অবরোধ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের মশালদীঘিতে ৩৪ নং জাতীয় সড়কের ওপর। অবরোধের জেরে যানজট তৈরি হয় জাতীয় সড়কে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, জাতীয় সড়কে টোটো চলাচল ও যাত্রী তোলা নিষিদ্ধ থাকলেও মশালদীঘিতে নিয়মিত যাত্রী তুলে টোটো। এই নিয়ে আজ অটো চালকদের সঙ্গে তাদের বচসা হয়। তার জেরেই জাতীয় সড়ক অবরোধ করেন অটোচালকরা। পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।