কোচবিহার :- 100 দিনের কাজের স্বজনপোষণের অভিযোগ তুলে নিজের দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের । তুফানগঞ্জ বিধানসভার ভানু কুমারী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাকুঠি 134 নম্বর বুথের ঘটনা । মঙ্গলবার সকালে থেকে পঞ্চায়েত সদস্য মফিদুল হক এর বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। অভিযোগ পঞ্চায়েত সদস্য নিজেদের মতো করে 100 দিনের কাজ দিচ্ছে । দীর্ঘদিন ধরে তারা তৃণমূল কংগ্রেস করার পরও কোনো রকম 100 দিনের কাজ পায়নি । তাই বাধ্য হয়ে তারা আজ বিক্ষোভের নেমেছেন । যদিও এ বিষয়ে নিয়ে পঞ্চায়েত সদস্য মফিদুল হক বলেন, তিনি তার ছেলের চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন । তাই এই দায়িত্বটা তুফানগঞ্জ দুই নাম্বার ব্লক সংখ্যালঘু সভাপতি যাহারউদ্দিন মিয়া কে দিয়ে গিয়েছিলাম। আসার পর জানতে পারি সে নিজের মতো করে শুধু নিজেদের লোকজনকে কাজ দিয়েছে । তবে আশা করবো আর সেই বিষয়টি হবে না ।
ঘটনায় নিয়ে কটাক্ষ করেছে বিজেপি । বিজেপি নেতা উৎপল দাস বলেন তৃণমূল কংগ্রেসে শুধুমাত্র কাটমানির খেলা রয়েছে । যেদিন কাটমানি বন্ধ হয়ে যাবে সেদিন এখান থেকে তৃণমূল কংগ্রেস দল উঠে যাবে ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর 100 দিনের কাজের স্বজনপোষণের অভিযোগ তুলে নিজের দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ...