মার্কেট কমপ্লেক্স তৈরীর কাজ সম্পন্ন হলেও ব্যবসায়ীদের বন্টন করা হয়নি এখনো।

0
975

জলপাইগুড়ি:- ২০১৫ সালে জলপাইগুড়ি দিনবাজারে বিধ্বংসী অগ্নিকান্ডে ব্যবসায়ীদের দোকান পুড়ে ছাই হয়ে যায়। তারপর থেকে রাজ্য সরকার এই এলাকায় মার্কেট কমপ্লেক্স তৈরীর কাজে হাত দেয়। সেটি ইতিমধ্যে সম্পন্ন হলেও ব্যবসায়ীদের বন্টন করা হয়নি এখনো। ফলে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। হতাশায় ভুগছেন ব্যবসায়ীরা- এমনই অভিযোগ করলেন জলপাইগুড়ি দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শরৎ মণ্ডল। মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার এক প্রতিনিধি দল দিনবাজারের মার্কেট কমপ্লেক্স পরিদর্শন করেন। পাশাপাশি ব্যবসায়ীদের সাথে এদিন একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যা জানা গেল, তাতে ব্যবসায়ীরা হতাশ বলে জানান শরৎ বাবু। অভিযোগ, বিল্ডিং এর কাজ বাকি থাকার আগেই জেলাশাসককে হস্তান্তরিত করা হয়েছে। এই বিষয়ে তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন। বিল্ডিংয়ে জল ও ইলেকট্রিকের কাজ এখনো বাকি রয়েছে। তবুও এই অবস্থাতেই দোকান বণ্টনের দাবি করেছেন শরৎ বাবু। কন্ট্রাক্টর শেখর ব্যানার্জি বলেন এখনো পর্যন্ত সাড়ে 5 কোটি টাকা তাদের পাওনা রয়েছে সরকারের কাছে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন এনবিডিডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নরেশ রায়। তিনিও কন্ট্রাকটারের পাওনা গন্ডার বিষয়ে কিছু জানাতে পারেননি। তিনি শুধু বলেন এটা উর্দ্ধতন কর্তৃপক্ষের ব্যাপার। পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো বলেন, কিছু কাজ বাকি রয়েছে তা দ্রুততার সাথে শেষ করা হবে, ও দোকানগুলো ব্যবসায়ীদের মধ্যে বন্টন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here