পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ এপ্রিল ——— একই রাতে পরপর চার বাড়িতে চুরি। প্রশ্ন চিহ্নে দাঁড়িয়ে এলাকার নিরাপত্তা ব্যবস্থা। বেশ কিছুদিন ধরেই এলাকায় বেড়েছে সমাজবিরোধীদের দৌরাত্ম্য, অভিযোগ বাসিন্দাদের। শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ডাকরা এলাকায়। বেশ কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতিরা বলে অভিযোগ স্থানীয়দের। এদিন সকালে এমন ঘটনার খবর পেতেই এলাকায় ছুটে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে বালুরঘাট থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় নবনির্বাচিত কাউন্সিলরও।
জানা যায়, বৃহস্পতিবার রাতে বালুরঘাট ডাকরা এলাকায় রীতিমতো তান্ডব চালায় চোরের দল। গ্রীল ও দরজা ভেঙে পরপর চারটি বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। এদিন সকালে যা সামনে আসতেই মাথায় হাত পড়ে চুরি যাওয়া ওই চার পরিবারে। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াতেই এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর। চুরির ভয়াবহতা দেখবার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছেন ওই তৃণমূল কাউন্সিলর।
বাড়ি মালিক অজিত সরকার ও অঞ্জনা রায় সুত্রধররা বলেন, একইরাতে পরপর চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দরজা, জানালা ও গ্রীল ভেঙে বাড়ির সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুস্কৃতিরা। নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার গহনা চুরি গেছে তাদের।
১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুশ্রী মহন্ত বলেন, এধরণের চুরির ঘটনা এই প্রথমবার ঘটেছে এলাকায়। বাড়ি বাড়ি গিয়ে দেখেছেন। সর্বস্ব চুরি গেছে তাদের। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে এলাকায় সঠিক নিরাপত্তা প্রদান করুক পুলিশ সেটাই চান তিনি।