রাজ্যের মেধা তালিকায় স্থান পাওয়া দক্ষিন দিনাজপুরের ৯ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জেলা প্রশাসনের

0
405

রাজ্যের মেধা তালিকায় স্থান পাওয়া দক্ষিন দিনাজপুরের ৯ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জেলা প্রশাসনের, আগামীতে সর্বত্রভাবে সহযোগিতার আশ্বাস জেলাশাসকের 

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৭ জুন: রাজ্যের মেধা তালিকায় থাকা নয় জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।  শুক্রবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আত্রেয়ী সভা কক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম দশে স্থান করা জেলার ৯ জনকে সংবর্ধনা দেওয়া হয়৷ এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও হাজির ছিলেন জেলা সদর মহকুমা শাসক সুমন দাসগুপ্ত সহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিকরা। হাজির ছিলেন জেলার নয়জন কৃতি ছাত্র ছাত্রীর পরিবারের লোকেরাও। জেলা প্রশাসনের তরফে এদিন ফুলে তোড়া দিয়ে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় ওই মেধাবী ছাত্র ছাত্রীদের। শুধু তাই নয়  প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীর পাশে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সর্বদা রয়েছে এমনটাও আশ্বাস দেওয়া হয়েছে জেলা শাসকের তরফে। 
জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, এদিন নয়জন কৃতি ছাত্র ছাত্রীকে তারা সংবর্ধনা জ্ঞাপন করেছেন।  আগামীতে তাদের পড়াশুনা এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে প্রশাসন সর্বত্রভাবে সহযোগিতা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here