আগামী ১ লা জুলাই থেকে ৭০ মাইক্রোনের নিচে ক্যারিব্যাগ ও থার্মোকলের সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে রাজ্যের পৌরসভাগুলিতে

0
208

উত্তর দিনাজপুর ঃ

আগামী ১ লা জুলাই থেকে ৭০ মাইক্রোনের নিচে ক্যারিব্যাগ ও থার্মোকলের সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে রাজ্যের পৌরসভাগুলিতে। এই পরিস্থিতিতে সচেতনতা মূলক প্রচারে নামল কালিয়াগঞ্জ পুরসভাও৷ নাগরিকদের সচেতনতার বার্তা দিতে মাইকিং করা হচ্ছে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। এমনটাই জানিছেয়েন পুরসভার ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক।
রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যকে পরিস্কার পরিচ্ছন্ন এবং দুষণ মুক্ত রাখতে রাজ্য পৌর ও নগর উন্নয়ন দফতরের নির্দেশে আগামী ১ লা জুলাই থেকে রাজ্য জুড়ে ৭০ মাইক্রনের নিচে ক্যারিব্যাগ ও থার্মকলের সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যের প্রতিটি পৌরসভা নির্দেশ দেওয়া হয়ে ৭০ মাইক্রনের নিচে ক্যারিব্যাগ ও থার্মকলের সামগ্রী যাতে না ব্যবহার না করে তার জন্য সচেতনতা মূলক প্রচার চালানোর জন্য। সেইমতো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমে কালিয়াগঞ্জ পৌর শহর জুড়ে প্রচার চালানো হচ্ছে যাতে মানুষ ১ লা জুলাই থেকে ক্যারিব্যাগ ও থার্মকলের সামগ্রী না ব্যবহার করে। যারা সরকারি নিয়ম মানবে না তাদের কে জরিমানা ধার্য্য করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌরপ্রধান ঈশ্বর রজক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here