গঙ্গারামপুর থানার মহারাজপুর ব্রিজের সামনে রামলাল এন্টারপ্রাইজ এর মালিকের বিরুদ্ধে সরকারি রাস্তা জোর করে দখল করে নিয়ে ব্যবসা করার অভিযোগ, ক্ষোভ এলাকাজুড়ে, খতিয়ে দেখার আশ্বাস স্থানীয় প্রধানের
শীতল চক্রবর্ত্তী, গঙ্গারামপুর, 19 জুন, দক্ষিণ দিনাজপুর:——– জাতীয় সড়ক দখল করে প্রভাবশালী ব্যবসায়ী ব্যবসা করার ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই ,দোকানের সামনেই ঘটে চলেছে খুনের ঘটনাও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর ব্রিজের পাশে রামলাল এন্টারপ্রাইজ নামে ওই প্রভাবশালী ব্যবসায়ীর দোকানের সামনে। বাসিন্দারা অভিযোগ,ওই ব্যাবসায়ী প্রধান রাস্তার পাশেই ইট বালি পাথর ও ট্রাক রেখে এমন ব্যবসা করার ফলেই এলাকায় দুর্ঘটনার আশঙ্কা থাকছে। এটা বন্ধ হওয়া দরকার। ওই ব্যবসায়ী মুখে কিছু বলতে না চাইলেও সাংবাদিক শুনেই কোন মন্তব্য করতে চাননি। যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।
কপি
গঙ্গারামপুর থানার 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুরের ব্রিজের পাশে রয়েছে রামলাল এন্টারপ্রাইজ দামী একটি বিরাট আকারের হার্ডওয়ার্স এর দোকান। এই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি সরকারি রাস্তা যেমন দখল করে নিয়ে তার ব্যবসা সাজিয়ে বসেছেন, তেমনই রাস্তার পাশে ইট বালি পাথর খোয়া এমনকি ট্রাক রেখে দিয়েও দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন অবৈধ উপায়ে। এর ফলে ওই এলাকায় ছোট থেকে বড় দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। অভিযোগ উঠেছে ওই ব্যবসায়ী এমন কান্ডে ইতিমধ্যেই তার দোকানের সামনে এক যুবক রহস্যজনক ভাবে খুন হলেও তার দোকানে সিসিটিভি ফুটেযে তার দেহ ফেলে রেখে গেল সেটা পরিষ্কার হয়নি। কি ঘটনা নিয়ে এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিষয়টি দোকান মালিক কে বলতে গেলেই তাদেরকে দেখে নেওয়া হবে বলে বলা হয়। তাহলে কি ক্ষমতায় তারা এমন অবৈধভাবে কারবার করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
স্থানীয় এক এলাকাবাসী জানিয়েছেন,এইভাবে ব্যবসা করার ফলে এলাকায় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাছাড়া মানুষ যেন বিপদের সম্ভাবনা বাড়ছে প্রচুর। আমরা চাই ওই ব্যবসায়ী এমন ব্যবসা বন্ধ হোক।
যদিও ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে যাওয়া হলে তিনি সাংবাদিক শুনেই কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেছেন নিয়ম মেনে তিনি নাকি ব্যবসা করছেন।
3-2 বেলবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা দাস জানিয়েছেন, বিষয়টি আপনাদের কাছ থেকে জানতে পারলাম।মানুষজনের সমস্যা করে কেউ ব্যবসা করি সেটা আমরা চাই না।বিষয়টি খতিয়ে দেখা হবে।
এখন দেখার বিষয় এটাই ওই যে, ব্যবসায়ীর এমন ব্যবসা বন্ধ করতে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই।,