অগ্নিপথের বিরোধিতাকারীদের মনস্থির করবার জন্য যোগব্যায়ামের বিশেষ প্রয়োজন রয়েছে

0
202

অগ্নিপথের বিরোধিতাকারীদের মনস্থির করবার জন্য যোগব্যায়ামের বিশেষ প্রয়োজন রয়েছে, বালুরঘাটে বললেন বিজেপির রাজ্য সভাপতি 

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ জুন ——–  অগ্নিপথের বিরোধিতাকারীদের মনস্থির করবার জন্য যোগব্যায়ামের বিশেষ প্রয়োজন রয়েছে। বিশ্ব যোগ দিবসে বিরোধীদের কটাক্ষ করে কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মঙ্গলবার বালুরঘাটে বৃষ্টি কে উপেক্ষা করেই দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত যোগ শিবিরে যোগ দিতে আসেন সুকান্ত মজুমদার। যেখানে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের করা প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। দলীয় এদিনের এই যোগ শিবিরে বিজেপির রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিন দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, প্রাক্তন জেলা সভাপতি বিনয় কুমার বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা৷ ২১ শে জুন বিশ্ব যোগ দিবস। এবারে অষ্টম তম যোগ দিবস দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। যে যোগ দিবসের আয়োজন  জেলা বিজেপির কার্যালয়ে বড় আকারে আয়োজন করা হলেও এদিন সকাল থেকে অঝোর বৃষ্টির জন্য অনেক দলীয় কর্মী সমর্থকরাই অংশগ্রহণ করতে পারেনি যোগ শিবিরে। তাই বৃষ্টির জন্য বড় করে নয় ছোট করে যোগ দিবস উদযাপন করা হল বালুরঘাটে। যেখানে সাংবাদিক দের মুখোমুখি হতেই সুকান্ত মজুমদার বলেন, হানাহানি ভুলে যোগের মাধ্যমেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। চোখ মানুষের মনকে শান্তি স্থিরতা দেয়।  স্বাভাবিকভাবেই যারা আগামী দিনে অগ্নিবীর হতে চান তারা যোগাভ্যাস করুন। অগ্নিবীর এর মাধ্যমে আগামীতে দেশে  যুবকদের প্রচুর পরিমাণে কর্মসংস্থান ঘটবে। যারা অগ্নিপথের বিরোধিতা করছেন তাদের মনস্থির  করার জন্য যোগব্যায়ামের বিশেষ প্রয়োজন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here