জলপাইগুড়িঃ- ফের জলমগ্ন জলপাইগুড়ি শহরের একাংশ। রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃস্টি এখনো চলছে। কখনো মাঝারি, কখনো হালকা, কিন্তু বিরাম নেই। ফলে
জলপাইগুড়ি পৌর এলাকার তিন নং ঘুমটি, মহামায়া পাড়া,কংগ্রেস পাড়া,পাণ্ডাপাড়া,স্টেশন রোড, নিউটাউন পাড়া, অরবিন্দ নগর সহ একাধিক এলাকা জলমগ্ন। কোনো কোনো রাস্তায় হাটু, কোমর পর্যন্ত জল জমে গিয়েছে। জমা জলে দুর্ভোগে পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারন নাগরিকদের। অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থার জন্যই এই হাল।
অন্যদিকে জলমগ্ন হয়ে শোচনীয় অবস্থা জলপাইগুড়ির ২৫নং ওয়ার্ডের
পরেশমিত্র কলোনী, নীচমাঠ, নেতাজীপাড়া এলাকা। প্রায় ২৫০ বাড়িতে জল ঢুকে গিয়েছে। ফলে বাসিন্দারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। কেউ কেউ পুরসভার ফ্লাড সেন্টারে আশ্রয় নিয়েছেন।অনেকে আবার রাস্তা বা করলা সেতুর ওপর টাবু টাঙিয়ে আশ্রয় নিয়েছেন। একই তাবুতে মানুষ এবং গবাদি পশু সহাবস্থান করছে। দুর্গতদের উদ্ধার করতে স্পিড বোট নামানো হয়েছে। জলপাইগুড়ি পুরসভার তরফে তাদের জন্য শুকনো খাবার, জলের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী। । স্থানীয়রা রান্না করা খাবারের বন্দোবস্ত করেছেন দুর্গতদের জন্য। বৃষ্টির জেরে করলা নদী উপচে পড়ে জল ঢুকেছে, তেমনি অভিযোগ, করলা নদীর প্রায় ১০০ মিটার বাধ অসম্পূর্ণ। সেই জায়গা দিয়েও জল ঢুকছে এলাকায়। সৈকত বাবু জানিয়েছে, বৃষ্টিপাত কমলে সেই বাধ তৈরী করবে সেচ দফতর।
অন্যদিকে জলপাইগুড়ির পাঙ্গা, প্লেনঘাটি,কাঠের ব্রিজ এলাকার বহু বাড়ি জলমগ্ন বৃষ্টির জেরে।