উত্তর দিনাজপুর:-এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর কথা মাথায় রেখে অবশেষে হেমাবাদে শুরু হল ১টি পাকা রাস্তার নির্মান কাজ। এদিন রাস্তার শিলান্যাস করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল।রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তত্ত্বাবধানে ও নাবার্ডের আর্থিক সহযোগীতায় হেমতাবাদ ব্লকের মহাকালডাঙ্গা থেকে জালালপুর মোড় পর্যন্তপ্রায় ৩ কিলোমিটার ৮০০ মিটার এই পাকা রাস্তা নির্মানের জন্য বরাদ্দ হয় আনুমানিক ২ কোটি ৩২ লক্ষ ৬৭ হাজার টাকা। এই রাস্তার উপর দিয়ে মহাকালডাঙ্গা, জালালপুর, শিমুলডাঙ্গা, পরাণডাঙ্গি, জাতাপুর সহ বেশ কিছু এলাকাট কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবী ছিল পাকা রাস্তার।অবশেষে সেই দাবী পূরন হওয়ায় খুশী এলাকার মানুষ।এদিনের শিলান্যাস অনুষ্ঠানে কর্মাধ্যক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন করনদিঘীর বিধায়ক গৌতম পাল, বিডিও লক্ষ্মীকান্ত রায় সহ অন্যান্যরা। রাস্তাটি সম্পূর্ন তৈরী হলে এলাকার মানুষ উপকৃত হবেন বলে জানান জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর কথা মাথায় রেখে অবশেষে হেমাবাদে শুরু হল ১টি পাকা...