গঙ্গারাম পুরসভার নয় নম্বর ওয়ার্ডের উপস্বাস্থ্য কেন্দ্রের কাজ খতিয়ে দেখলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র

0
245

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৪ জুলাই দক্ষিণ দিনাজপুর:-পৌরসভা এলাকার উপ-স্বাস্থ্য কেন্দ্রের কাজ খতিয়ে দেখতে গেলেন চেয়ারম্যান। সোমবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী এলাকাতে গিয়ে তিনি উপস্বাস্থ্য কেন্দ্রের কাজ নিয়ে খোঁজ খবর নেন। পরে চেয়ারম্যান জানান, এখান থেকে পৌর এলাকার পাশাপাশি গ্রামগঞ্জের মানুষজন পরিষেবা পাবে। এতে অনেক উপকৃত হবেন।

গঙ্গারামপুর পৌরসভার সূত্রের খবর, পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পাশাপাশি বাকি আরো তিনটি জায়গাতে এমন উপ-স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হচ্ছে পৌরসভার তত্ত্বাবধানে। এখান থেকেই শহরের এলাকার বাসিন্দারা প্রকল্পটি সম্পন্ন হলে স্বাস্থ্য পরিষেবা পাবেন। তেমনি স্বাস্থ্য কেন্দ্রের আশপাশের গ্রাম গঞ্জের মানুষ যেন এখান থেকে  পরিষেবা নিতে পারবেন।

সোমবার বিকেলে গঙ্গারামপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী এলাকায় কি উপস্বাস্থ্যের কাজ কেমন চলছে তা পরি দর্শন করেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ওয়ার্ডের কাউন্সিলর, সমাজসেবী কাঞ্চন সেনসহ আরো অনেকেই।সমস্ত কাজ খতিয়ে রেখে তিনি আশা প্রকাশ করেন খুব তাড়াতাড়ি প্রকল্পের কাজ শেষ হবে।

চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানালেন, কাজের মান খুঁজে দেখতে এসেছিলাম। আশা করছি পরিষেবা গুলি চালু হলে অনেকেই উপকৃত হবেন।

   এদিন ঠিকাদার অসিত মালাকারের কাজের মান দেখে তিনি দারুন খুশি হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here