পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ জুলাই:—- বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক সেলুন ব্যবসায়ী। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট শহরের ২০ নম্বর ওয়ার্ডের বঙ্গি বাদুরতলা এলাকার। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যবসায়ীর নাম দিলীপ শীল। বয়স প্রায় ৫০ বছর।
সোমবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ব্যক্তি। যে ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় পৌছায় বালুঘাট থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। পরিবার সূত্রে জানা গেছে বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ওই ব্যক্তি। নানা জায়গায় চিকিৎসা করিয়েও কোনো রকম ভাবে রোগ নির্মূল হয়নি তার। আর সেই কারনেই কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আর এই মানসিক অবসাদ থেকেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি বলে প্রাথমিকভাবে অনুমান করছেন তার পরিবারের লোকেরা। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দা লিটন মহন্ত জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। এদিন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে গলায় ফাস দিয়ে আত্মঘাতী হয়েছে সে।