শীতল চক্রবর্তী,বুনিয়াদপুর,২৮ জুলাই,দক্ষিণ দিনাজপুর:-উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এলাকায় যে সাব সেন্টারগুলি রয়েছে, সেই সাব সেন্টার গুলিতে অনলাইনের মাধ্যমে সরাসরি ডাক্তার বাবুদের সঙ্গে কথা বলতে পারছেন রোগীরা। ডাক্তারবাবুদের সমস্ত রকম ও তাদের অসুবিধার কথাও জানাচ্ছেন। এরপরে ডাক্তারবাবুরা তাদের সমস্যা মতন সমস্ত সুযোগ-সুবিধা দিয়ে আসছেন বলেই রশিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সূত্রে জানা গিয়েছে। আর যার ফলেই প্রত্যন্ত এলাকার মানুষজনেরা সরাসরি তাদের সমস্যা সমাধান করতে পারছেন বলে জানিয়েছেন রশিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক পুলকেশ সাহা।
এ বিষয়ে রশিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আধিকারিক পুলকেশ সাহা জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের রাজ্যের সব প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে যে সাব সেন্টার গুলি রয়েছে সেই সমস্ত সাব সেন্টার গুলিতে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন দিদিমণিরা। রোগীরা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারছেন। জানাতে পারছেন তাদের সমস্ত সমস্যার কথা। আর যার ফলে উপকৃত হচ্ছে প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষজনেরা।