শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১২ জুলাই দক্ষিণ দিনাজপুর:-জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে তীব্র গরমে পুলিশ কর্মী ,সিভিক,সাধারণ মানুষজনদের পাশে দাঁড়িয়ে তাদের হতে জল, গ্লুকোন ডি বিতরণ করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাইরোডে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্যরা মিলে এমন কর্মসূচি পালন করে।দক্ষিণ দিনাজপুর জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা তথা বিচারক কুসুমিকা দে মৈত্র নির্দেশে তারা এমন কর্মসূচি করেন বলে খবর। এমন সহযোগিতা পেয়ে সাধুবাদ জানিয়েছেন সংগঠনের সকলকেই।
দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্যরা সারা বছর ধরেই সাধারণ মানুষজনদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে যান। সেটা নাবালিকা মেয়েদের বিয়ে বন্ধ হোক বা দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য করা হোক।এদিন সকাল থেকে প্রচন্ড গরমের মধ্যে দক্ষিণ দিনাজপুর আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্যরা গঙ্গারামপুর চৌপতিতে পুলিশ কর্মী,সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি দুস্থ মানুষজনদের হাতে ঠান্ডা পানীয় জল গ্লুকোন ডি তুলে দেন।সেখানে উপস্থিত ছিলেন এসআই ট্রাফিক জয়দেব তালুকদার, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পি এল বি সদস্য সামিমা নাসরিন ,আব্দুল রশিদ মিয়া,আরিফুল ইসলাম ,সঞ্জয় সরকার, ইমরান হোসেন , পলাশ কুমার শিকদারেরা।সেই সঙ্গে আইনি পরিষেবা কর্তৃপক্ষের পি এল ভি গোলাম রাব্বানী।দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ তথা বিচারক কুশূমিকা দে মৈত্র নির্দেশে যারা এমন কাজ করে গেছেন ।
পি এল বি গোলাম রব্বানী জানিয়েছেন, এই গরমের দিনে মানুষজনদের পাশে দাঁড়িয়ে এমন কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। চেষ্টা করব আগামী দিনেও এমন কাজ করার জন্য।
এমন সহযোগিতা পাওয়ার পরে আর ভ্যানচানো খুশি হয়ে জানালেন, ধন্যবাদ জানাই যারা এমন কাজে অংশগ্রহণ করেছে।
গঙ্গারামপুর শহরবাসী জেলা পরিষেবা কর্তৃপক্ষের সদস্যদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন।