২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে গঙ্গারামপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ি পার্টি অফিসের সামনে এক সভার আয়োজন করা হয়

0
202

২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে গঙ্গারামপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ি পার্টি অফিসের সামনে এক সভার আয়োজন করা হয়,সেখানে তৃণমূল কর্মীদের ভিড় হয়েছিল ব্যাপক

শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, ১৫ জুলাই, দক্ষিণ দিনাজপুর:—–২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে বিরাট আকারে সবার আয়োজন করা হলো।বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ি তৃণমূল পার্টি অফিসের সামনে সভার আয়োজন করা হয়।সেখানে পৌরসভার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান সহ একাধিক তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন।এদিকে সভাতে ভিড় হয়েছিল রেকর্ড পরিমাণে। প্রত্যেক বক্তায় বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন একদিনের সভা থেকে।


গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ি ওয়ার্ডটি বরাবরই তৃণমূলের শক্তিশালী ঘাটে বলে পরিচিত। এই ওয়ার্ডের নেতৃত্ব জয়ন্ত কুমার দাস বর্তমানে রেকর্ড ভোটে ১৫নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করে পৌরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ২১শে জুলাই তৃণমূলের ধর্মতলাতে শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কমিটির তরফে তৃণমূল পার্টি অফিসের সামনে এক সভার আয়োজন করা হয়।সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন সেন, মহিলা টাউন তৃণমূল নেত্রী শম্পা ঘোষ বিশ্বাস,১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাকেশ পণ্ডিত,15নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট,ওয়ার্ডের ভাইস প্রেসিডেন্ট তথা প্রাক্তন কাউন্সিলর দীনেশ হেমব্রম, যুবনেতা গৌড় সাহা, মহিলা নেত্রী জয়ন্তী সাহা, লাকি দাস,ছাত্রনেতা তাপস রায়, প্রকাশ সরকার,প্রবীণ তৃণমূল কর্মী বৃন্দাবন সরকার, অরুণ চক্রবর্তী,লক্ষীকান্ত সরকার,আশিস দাস, আশিস দে,বিশ্বজিৎ দে সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্বরা।
সবার শুরুতেই বক্তব্য দিতে উঠে উপস্থিত নেতারা ২১শে জুলাইয়ের উপরে বক্তব্য রাখেন।
গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বক্তব্য দিতে উঠেই বলেন,২১শে জুলাই কেন আমরা ধর্মতলায় যাব। দিদি আমাদের জন্য যা করেছেন এই দিনটা আমরা সকলেই তার জন্য সেখানে মিলিত হবো।এমনকি ২০২৪ সালে দিদিকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।


ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস দলটি মমতা ব্যানার্জি অনেক লড়াই সংগ্রামের মধ্যে যদি ক্ষমতায় এনেছেন। এই দিনটির গুরুত্ব আমাদের কাছে অন্যরকম। তাই সকলেই এই দিনটিতে আমরা কলকাতায় যাবই। তার জন্য এমন সভার আয়োজন করা হয়েছে। দিদির হাত আমরা শক্ত করবই।


এদিনের এই সভাতে ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড় হয়েছিল রেকর্ড পরিমাণে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here