কষ্টি পাথরের পার্বতীর মূর্তি উদ্ধারকে ঘিরে তুমুল চাঞ্চল্য পতিরামে, নদীতে স্নান করার সময় তিন কিশোরের পায়ে বাধে বহু মুল্যবান ওই মুর্তিটি

0
847

 পিন্টু কুন্ডু,  বালুরঘাট,  ১৫ জুলাই ———— কষ্টি পাথরের পার্বতীর মূর্তি উদ্ধারকে ঘিরে তুমুল চাঞ্চল্য। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পার পতিরাম কলোনি পাড়া এলাকার ঘটনা। নদীতে স্নান করবার সময় ওই মুর্তিটি উদ্ধার করে স্থানীয় তিন কিশোর। জানা যায়, এদিন দুপুরে পারপতিরাম এলাকায় আত্রেয়ী নদীতে স্নান করবার সময় তিন কিশোরের পায়ে বাধে ওই মুর্তিটি।    কাদার মধ্যে থাকা ওই পাথরের মূর্তি তুলতেই তারা দেখতে পান সেটি পার্বতীর মুর্তি। যার নীচে শিবও রয়েছে। এদিন ওই মুর্তিটি পেতেই তারা তা বাড়িতে নিয়ে যায় এবং স্থানীয় বাসিন্দা দেবু মহন্তকে জানান বিষয়টি। যার পরেই খবর দেওয়া হয় পতিরাম থানার পুলিশকে। পুলিশ এসে স্থানীয় মেম্বার  শিপ্রা প্রামানিকের সহযোগিতায় ওই মূর্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

 স্থানীয় বাসিন্দা সনজিৎ মন্ডল বলেন, নদীতে স্নান করবার সময় কষ্টিপাথরের বহু মুল্যবান ওই মুর্তিটি উদ্ধার হয়েছে। যা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, পাথরের মুর্তিটি পার্বতীর মুর্তি। তবে সেটি কষ্টি পাথরের কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে সেই মুর্তিটি পুলিশের হেফাজতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here