তপন ব্লকের ডক লাইনে পাকা রাস্তার দাবিতে কয়েক ঘন্টা ধরে অবরোধে গ্রামবাসীরা, জেলা শাসক ও বিডিও আশ্বাসে উঠল অবরোধ

0
224

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,১৯ জুলাই:-এলাকার পাকা রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে তপন ব্লকের দখলাইন এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, বহুদিন আগে রাস্তা হলেও তা পাকা হয়নি আজও। ভোট আসে ভোট যায় আশ্বাস মেলে কিন্তু রাস্তা হয় না। তাই বাধ্য হয়ে অবরোধে নাম হয়েছে। পরে জেলা শাসক ও বিডিও আশ্বাসে অবরোধ তুলে দেন গ্রামবাসীরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।      

তপন ব্লকের দখলাইন মোড় থেকে হরিতলা গ্রাম পর্যন্ত রাস্তাটি আড়াই কিলোমিটার।তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এই এলাকাটি।সেখানে ৬০০/৭০০পরিবার রয়েছেন। এলাকাটি মূলত কৃষিজীবীর উপর নির্ভর করে। প্রায় ১হাজার খানেকের বেশি মানুষজন ভোট দেন সেখানে। এলাকায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়,অঙ্গনওয়াড়ী কেন্দ্র। বাম আমলে রাস্তার মাঝে কিছু ইট বিছানো হয়েছিল।কিন্তু বাকি রাস্তা কাচা রয়ে গিয়েছে। অভিযোগ বর্তমানে ইট উঠে কঙ্কলসারে পরিনত হয়েছে। মাঝে মাঝে বড় বড় গর্তে পরিনত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা জুড়ে জলকাদায় পরিনত হয়। 

      গ্রামের বাসিন্দা ধীরেন তিরকী অভিযোগ করে বলেন,আমাদের গ্রামে প্রায় ২ হাজার মানুষজনের বসবাস। কিন্তু আজও গ্রামের রাস্তা পাকা হয়নি। সামান্য বৃষ্টিতে রাস্তা জুড়ে হাটু সমান জল কাদায় পরিনত হয়। ফলে গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে ত্র্যাম্বুলেন্স ঢুকতে চায় না। তখন সেই রোগীকে চ্যাং দোলা করে গ্রাম থেকে পাকা সড়কে নিয়ে যেতে হয়। আমাদের গ্রামের রাস্তাটি যাতে পাকা হয়। সেজন্য আজকে আন্দোলনে নেমেছি।

এলাকার এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন গ্রামের রাস্তা পাকা না হওয়ায় চলাচল করতে এলাকার বাসীন্দাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে ত্র্যাম্বুলেন্স ঢুকতে চায় না। অসুস্থ রোগীকে চ্যাং দোলা করে পাকা সড়কে আনতে হয়। গ্রামের পড়ুয়ারা স্কুল ও কলেজে যেতে চরম সমস্যায় পড়ে। অভিযোগ পাকা রাস্তার দাবি জানিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন বার বার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। 

    এদিন সকাল হতে গ্রামের মানুষজন তপন,গঙ্গারামপুর রুটের দখলাইন মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আটকে পড়েন দুর দুরান্তের যাত্রী ও অফিস কর্মী,শিক্ষক,শিক্ষিকারা।

  স্থানীয় অঙ্গনাওয়ারী কর্মী অভিযোগ করে বলেন, সেন্টার চালাতে গিয়ে খাজনা থেকে বাসনায় পরে বেশি। তাই রাস্তা সারাই হোক সে দাবি জানাই।

  পরে জেলা শাস বিজন কৃষ্ণা বিডিও কে বিষয়টি দেখার জন্য বলেন।বিডিও গ্রামবাসীদের আশ্বাস দেন দ্রুত এই রাস্তা সংস্কার করা হবে।

  প্রায় তিন ঘণ্টা পরে বিডিও অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here