অটোর সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক স্কুল ছাত্রী সহ আরো এক জন মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত হেতমপাড়া ব্রিজের সামনে।
জানা যায় শুক্রবার বেলা একটা নাগাদ বুনিয়াদপুরের দিক থেকে একটি যাত্রী বোঝাই ওটো মহিপালের দিকে যাচ্ছিল। যাবার সময় সিহলের দিক থেকে বংশীহারী দিকে প্রচন্ড দ্রুত গতিতে একটি টোটো হেতমপাড়া ব্রিজের সামনে যাত্রী বোঝাই অটোকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত হয় অটোতে থাকা এক স্কুল ছাত্রী আর এক মহিলা যাত্রী। তড়িঘড়ি আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। আহত ওই স্কুল ছাত্রীর নাম মুসকান মাহাফুজ তামান্না (১৬) বাড়ি সিহল এলাকায় ও আহত মহিলা নাম পারুল পারভিন (৪২) বাড়ি যশোদাপুর।
জানা যায় মুসকান মাহাফুজ তামান্না সিহল হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী, বুনিয়াদপুর থেকে টিউশন পড়ে অটোতে করে বাড়ি যাচ্ছিল সে। একই সঙ্গে পারুল পারভিন বুনিয়াদপুর থেকে বাড়ির উদ্দেশ্যে অটোতে চলে যাচ্ছিলেন। যাবার পথে যাবার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় দুই জন। রশিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে উচ্চ চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন।
এই বিষয়ে আহত মহিলা পারুল পারভিন ও আহত ছাত্রীর আত্মীয় মিরাজ আলী জানিয়েছেন অটোতে চলে যাবার সময় হেতনপাড়া ব্রিজের সামনে উল্টো দিক থেকে একটি টোটো প্রচন্ড দ্রুত গতিতে এসে অটোর সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত হই আমি। চিকিৎসার জন্য নিয়ে এসেছে রশিদপুর গ্রামীন হাসপাতালে।