হিলিতে শিক্ষিকা নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার চার, অধরা এক। ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। ২৮ তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ জুলাই— হিলির ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা নিগ্রহের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করলো হিলি থানার পুলিশ। অধরা এক। শনিবার তিন মহিলা সহ মোট চারজনকে তোলা হয় বালুরঘাট জেলা আদালতে। ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে হিলি থানার পুলিশ। যাদের জামিন নাকচ করে এদিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।
হিলির ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর এক স্কুল ছাত্রী কে চড় মারার অপরাধে স্কুলের সহ শিক্ষিকা চৈতালী চাকি কে স্কুলের ভিতরে গিয়ে মারধর করেন তার অভিভাবকেরা। শুধু তাই নয়, শিক্ষক-শিক্ষিকাদের প্রান নাশের হুমকি দিয়ে আগুন দিয়ে স্কুল পুড়িয়ে দেবার হুমকিও দেয় তারা। যা নিয়ে প্রথমে অভিযোগ করতে চাননি আতঙ্কিত প্রধান শিক্ষক। তবে শনিবার প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ অন্যান্য অভিভাবকদের চাপে পড়ে পাঁচজনের নামে থানায় অভিযোগ করেন প্রধান শিক্ষক। যেখানেই উঠে আসে ফিরদৌস মন্ডল, আফ্রুজা মন্ডল, জাকির হোসেন, মাসুদা খাতুন এবং মাফুজা খাতুনের নাম। যাদের বিরুদ্ধে শ্লীলতাহানি, সরকারি স্কুলের ভিতরে ঢুকে মারধর, প্রাননাশের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রজু করে পুলিশ। রবিবার তাদের আদালতে তোলা হলে বিচারক ২৮ তারিখ অবধি জেল হেফাজতে রাখবার নির্দেশ দিয়েছেন। যদিও জাকির হোসেনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি হিলি থানার পুলিশ। জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজনের খোজে জোর তল্লাশি শুরু হয়েছে।