বুনিয়াদপুরে বাবার টাকা নিয়ে চম্পট ছেলে,পুলিশে অভিযোগ করতেই গ্রেপ্তার হল ছেলে

0
874

বুনিয়াদপুরে বাবার টাকা নিয়ে চম্পটদেয় ছেলে, পুলিশে অভিযোগ করতেই গ্রেপ্তার হল ছেলে -উদ্ধার হলো টাকাও

শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর ,28 জুলাই, দক্ষিণ দিনাজপুর :————বাবার ৯লক্ষ টাকা চুরি করে পালিয়েও শেষ রক্ষা হল না ।ছেলের বিরুদ্ধেই সেই টাকা চুরির অভিযোগ করেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানায়।ঘটনার তদন্ত নেমে পুলিশ অভিযুক্ত ছেলে সহ ৭লক্ষ টাকা উদ্ধার করল শিলিগুড়ি থেকে।এদিন গোটা ঘটনায় শোরগোল পড়েছে বুনিয়াদপুর শহর জুড়ে।


পুলিশি সূত্রে খবর, বংশীহারী থানার বড়াইল এলাকার বাসিন্দা আবু তাহের রহমান তার ছেলে ঈশান এর নামে বংশীহারী থানায় গত ১৮ তারিখে নয় লক্ষ টাকা তার নিজের বাড়ি থেকে চুরি করে বলে অভিযোগ দায়ের করে।গত ১৮ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত সে বিভিন্ন জায়গায় সেই চুরির টাকা নিয়ে ফুর্তি করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপর সেই অভিযোগের ভিত্তিতে বংশীহারী থানার পুলিশ আইসির নির্দেশ পেতেই থানা তদন্তকারী অফিসার বিপ্লব দাস তদন্তে নেমে অভিযুক্ত ঈশানকে শিলিগুড়ির বিবেকানন্দ পল্লীর এক ফ্ল্যাট থেকে হাতেনাতে পাকড়াও করে।ঈশান সহ সাথে ৭ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করে বংশীহারী থানায় নিয়ে আসে।


এবিষয়ে বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার এদিকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন,বংশীহারী থানায় গত ১৮ তারিখে একটি চুরির মামলা দায়ের হয়। এরপর এ এসআই বিপ্লব দাস তদন্তে নেমে শিলিগুড়ি বিবেকানন্দ পল্লীর একটি ফ্ল্যাট থেকে ঈশানকে ৭লক্ষ ২৭হাজার ৫০০ টাকা সমেত উদ্ধার করে বংশীহারী থানায় নিয়ে আসে।
পুলিশ অভিযুক্তকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ।


ঈশানের বাবা বংশীহারী থানা পুলিশের এমন কাজে সাধুবাদ জানিয়েছেন।
গোটা ঘটনায় শোরগোল পড়েছে বুনিয়াদপুর শহর জুড়ে। সেই সঙ্গে পুলিশের এমন কাজকে সাধুবাঁধ জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here