করোনা  মোকাবিলায় কুমার শানুর গাওয়া গানে লকডাউন মেনে চলার বার্তা দিলেন বালুরঘাট পুলিশ, সুমধুর মিউজিকের সাথে গান গেয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন ডিএসপি ডিএনটি নিজেই, গান গেয়েছেন অপর এক পুলিশ কর্মীও

0
2178

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৬ মে––––   নব্বই’এর দশকে দর্শকদের মন মাতানো কুমার শানুর গাওয়া গান গেয়ে সাধারণ মানুষদের সচেতন করতে মাঠে নামলেন পুলিশ কর্মীরা । করোনা মোকাবিলায় ‘দিল কা কেয়া কসুর’ সিনেমার বিখ্যাত গান ‘মিলনে কি তুম কৌশিস করনা’র সুরে তাল মিলিয়ে পথ চলতি মানুষদের সচেতন করেন পুলিশ কর্মীরা । ডিএসপি ডিএনটি উদয় তামাং নিজে গানের মিউজিকের সাথে সুর মিলিয়ে লকডাউনে সকলকে বাড়িতে থাকার বার্তা দিয়েছেন । একই সাথে পুলিশের আর এক কর্মী কেশব নিজেও ওই গান গেয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন । সকলে যাতে ঘরে থেকে লকডাউন মেনে চলেন তার বার্তা গানের মাধ্যমেই তুলে ধরেন তিনি ।

        ডিএসপি ডিএনটি জানিয়েছেন, লকডাউন প্রত্যেকেই মেনে চলতে হবে । মানুষ যাতে অপ্রয়োজনীয় ভাবে বাড়ির বাইরে না বের হন তাঁর বার্তা দিতেই এমন উদ্যোগ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here