ঘর বন্ধ অবস্থায় এক গৃহবধূর রহস্যময় দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বালুরঘাটে

0
989

ঘর বন্ধ অবস্থায় এক গৃহবধূর রহস্যময় দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বালুরঘাটে, খুন করা হয়েছে দাবি পরিবারের

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১ সেপ্টেম্বর ——– ঘরের ভেতরে এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট শহরের চকভবানী এলাকার ঘটনা। ঘরের মধ্যে মহিলার মৃতদেহ বিছানায় পড়ে থাকলেও বাইরে থেকে তালা মারা থাকায় ঐ মহিলাকে খুন করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবারের লোকেরা। জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম মৌসুমী মন্ডল। বয়স আনুমানিক ৩১ বছর। মৃত ওই গৃহবধূ তার একটি মাত্র সন্তানকে নিয়ে চকভবানী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকে। স্কুলে বাচ্চা নিতে না যাওয়ার কারণে স্কুল কর্তৃপক্ষ প্রথমে ওই গৃহবধূকে ফোন করেন। ফোনে না পাওয়ায় মৃত গৃহবধূর মাকে ফোন করে জানাবার পরেই বিষয়টা জানাজানি হতে তার মা বাড়ি এসে দেখেন  বাড়ির বাইরের থেকে তালা দেওয়া এবং ওই গৃহবধূর ঘর বাইরে থেকে আটকানো। মৃত মহিলার মা তালা খুলে দেখেন তার মেয়ে বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। মৃত গৃহবধূর মায়ের অভিযোগ এটা কোন রকম আত্মহত্যা নয় তাকে  খুন করা হয়েছে। বাইরে থেকে তালা মারা থাকায় তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মৃত ওই গৃহবধূর বাবাও। যদিওএলাকার বাসিন্দাদের দাবি এক যুবকের ঐ বাড়িতে যাওয়া আসা ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুঘাট থানার পুলিশ। পুলিশ গিয়ে গতকাল সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের বালুরঘাট হাসপাতালে পাঠায়। এদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
মৃত গৃহবধুর মা কৃষ্ণা নন্দী বলেন, তার মেয়েকে খুন করা হয়েছে।
প্রতিবেশী প্রদীপ সরকার বলেন, এই ঘটনায় তারা হতবাক হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here