শিক্ষক দিবসকে সামনে রেখে ড্রাগমুক্ত সমাজ গড়ার ডাক বিএসএফের, পতিরামে সচেতনতা মুলক শিবিরের আয়োজন
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২ সেপ্টেম্বর––– শিক্ষক দিবসকে সামনে রেখে ড্রাগ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রচার বিএসএফ বাহিনীর। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পতিরামের বাহিচা এল.কে. উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের সচেতনতার পাঠ দেয় বিএসএফ। বিএসএফ বাহিনীতে যুক্ত হওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয় ছাত্রদের মধ্যে। শারীরিক সক্ষমতার পরীক্ষা সহ একাধিক দিক তুলে ধরা হয়েছে এদিন। পাশাপাশি ড্রাগের নেশা থেকে দূরে থাকতে সচেতন করা হয় ছাত্রদের। ১৩৭ নম্বর এবং ৬১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের পক্ষ থেকে এদিন এই সচেতনতা মুলক কর্মসূচির আয়োজন করা হয়।
বিএস এফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার জটাশঙ্কর সিং চৌহান বলেন, ছাত্র সমাজকে সচেতন করায় তাদের মুল লক্ষ্য।