খাড়ূয়া এলাকায় একটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

0
1049

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,৯মে দক্ষিনদিনাজপুর:পুলিশ সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম কমল সরেন বয়স ৩০ বাড়ি হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের খারুয়া এলাকায়, মৃতের পরিবার সূত্রে খবর , মৃত কমল স্বর্ণের বিয়ে হয় প্রায় কয়েক বছর আগে মৃত কমল স্বর্ণের তার পরিবারে রয়েছে তার স্ত্রী ও চারটি কন্যা সন্তান , তার স্ত্রী ও কন্যা সন্তান ছাড়াও মৃত কমল স্বর্ণের বাড়িতে রয়েছে তার বাবা-মা ও এক বোন । মৃত কমল স্মরণের আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে সে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন , সম্প্রতি বাড়ি ফিরল করোনা লকডাউন এর ফলে সে, আর কাজে যেতে পারেননি , মৃত কমল স্বর্ণের বাবা সুনীল স্মরণ ও তার মা এদিন একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন । সূত্রে জানা যায যে মৃত কমল স্বর্ণের তার পরিবারের সদস্যদের প্রাথমিক অনুমান যে চারটি কন্যা সন্তান হওয়ার ফলে সে তার হতাশা হওয়ার জন্যই হয়তো সে মারা গেছে মৃত কমল স্বর্ণের চারটি কন্যা সন্তান হওয়ার ফলে তাকে আর কোন কিছু ভালো লাগছিল না এই নিয়ে তার বাড়িতে মাঝেমধ্যেই কথা কাটাকাটি হত এদিন সে বাড়িতে থাকবে না বলে তার মা-বাবাকে বলে সন্ধ্যায় বাড়ি থেকে বলে বের হয়ে যায় এরপর রাত্রিবেলা তাকে খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ফাঁকা মাঠে তার মৃতদেহ পড়ে রয়েছে এলাকাবাসীরা মৃতদেহ দেখতে পেয়ে তার পরিবারের লোকেদের খবর দেয় পরিবারের লোকেরা এবং এলাকাবাসীরা মিলে মৃতদেহ উদ্ধার করে টোটো তে করে বাড়ি নিয়ে আসেন। এরপর হরিরামপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় পরিবারের তরফে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে । যদিও মৃত্যুর কারণ সঠিকভাবে এখনো জানা যায়নি তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাইক মিতার বাবা সুনীল স্মরণ বাইট এলাকাবাসী হেনা সরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here