জলপাইগুড়ি:রেশনের আটার মধ্যে মিলছে প্লাস্টিক জাতীয় বস্তু। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার জলপাইগুড়ি ভাটিয়া বিল্ডিং সংলগ্ন এলাকায়। স্থানীয় বেশ কিছু পরিবার জানান, রেশনের আটা আনার পর চালুনি দিয়ে চালার পর দেখছেন প্লাস্টিকের মত পদার্থ । জল দিয়ে গুলে নেওয়ার পর সেটা প্লাস্টিকের মতো টানলেই বড় হচ্ছে। আবার ছেড়ে দিলেই সংকুচিত হয়ে যাচ্ছে। বাসিন্দারা জানান জলপাইগুড়ি শহরের কয়েকটি রেশন দোকান থেকেই তারা রেশন তোলেন। কিন্তু বেশ কয়েকটি পরিবারের মধ্যেই এই প্লাস্টিকের মত জিনিস গুলি লক্ষ্য করা গেছে । তারা বলেন, এ আটা তারা কোনমতেই খেতে পারবেন না।