একটি পুকুরের মধ্যে থেকে, পুকুর খনন কার্যের সময় বহু পুরনো ঐতিহ্যবাহী গাছের গুঁড়ি উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

0
1011

হরিরামপুর:-একটি পুকুরের মধ্যে থেকে, পুকুর খনন কার্যের সময় বহু পুরনো ঐতিহ্যবাহী গাছের গুঁড়ি উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, ঘটনাটি ঘটেছে বেশ কয়েকদিন আগে হরিরামপুর থানার অন্তর্গত সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বিষহর ভবানীপুর এলাকায় তদন্তে পুলিশ। গ্রামবাসী সূত্রে খবর, সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে। এদিন বিষহর ভবানীপুর গ্রামের এক যুবক নিতাই সরকার বছর দুয়েক ধরে তার বাড়ির পার্শ্বে বিঘা তিনে জমিতে পুকুর খননের কাজ করছিল করতে করতে হঠাৎই সে কাঠের গুড়ি টিকে দেখতে পাই এবং কাঠের গুড়ি টিকে দেখতে পাওয়ার পরে । ঘটনাটি শুনে পরে সেখানে এলাকাবাসীরা সেখানে ছুটে আসে কাঠের গুড়ি টিকে দেখতে এলাকাবাসীরা সেখানে ভিড় জমায় । এবং পরে জমির মালিক এবং এলাকাবাসীরা কাঠের গুড়ি টি কে উদ্ধার করে আসে যদিও কাঠের গুড়ি টি কিসের তার সঠিকভাবে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই কাঠের গুড়ি টি কিসের সেটা নিয়ে এখন এলাকাবাসীদের মধ্যে একটা কৌতুহল জেগেছে। তবে ঘটনাটিকে তদন্ত করার দাবি জানিয়েছেন। পুলিশকে এলাকাবাসীরা। এই বিষয়ে পুকুর খনন কার্য করার মালিক জানিয়েছেন আমি পুকুরে খনন কার্যের কাজ করছিলাম হঠাৎই পুকুরে খনন কার্য চলার সময় উদ্ধার হয় এক প্রাচীন কাঠের গুড়ি সেটা দেখেই আমরা সেখানে কাজ বন্ধ করে দিয়েছি তবে এই কাঠের গুড়ি টি তা নিয়ে আমাদের সকলের মধ্যে কৌতুহল জেগেছে পুলিশকে এটা কি তদন্ত করার দাবি জানাচ্ছি। বাট এলাকাবাসী দুইজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here