শিলিগুড়ি:-
শিলিগুড়ি মহাকুমার ঘোষপুকুর এর বনদপ্তর একটি মোটরসাইকেল আটক করে তাতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সাপের বিষ।এই সাপের বিষের বাজার মূল্য আনুমানিক প্রায় ৩০কোটি টাকা।এই সাপের জাতটি ফ্রান্সের বলে জানা গেছে।ধৃত ব্যক্তি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা।অনুমান করা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল এই সাপের বিষের যার।তবে কোথায় পাচার করা হচ্ছিল সেই বিষয়ে এখনো জানতে পারেনি বনদপ্তর।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।