১৯০৫ সালের ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গরোধে রবীন্দ্রনাথ ঠাকুরের আন্দোলনকে সামনে রেখেই সম্প্রীতি দিবস ও রাখিবন্ধন উৎসব পালন করলো সিপিএমের বিএসপি সংগঠন, গঙ্গারামপুর হাইরোডে ভিড় হলো ব্যাপক
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৫ই অক্টোবর দক্ষিণ দিনাজপুর। ১৯০৫ সালে ১৬ই অক্টোবর ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করতে যে পরিকল্পনা করেছিল তা রুখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই আন্দোলনের দিনটিকে সামনে রেখেই রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার সিপিএমের বিএসপি সংগঠনের তরফে সম্প্রীতি দিবস পালন করা হয় দলীয় পার্টি অফিসের সামনে। পথ চলিত মানুষজনদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় সংগঠনের তরফে।এমন কর্মসূচিতে ভিড় হয়েছিল ভালই।
১৯০৫ সালের ১৬ই অক্টোবর ব্রিটিশ সরকার বাংলাকে ভাগ করার চক্রান্ত করেছিল। সেই চক্রান্তে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন আন্দোলন করেছিলেন। যেমন সারাদিন সমস্ত মানুষজন উপোস থেকে এই দিনটি পালন করেছিলেন। শুধুমাত্র শিশুদের জন্যই খাবারের ব্যবস্থা করা হয়েছিল। শেষ পর্যন্ত কিন্তু ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করতে পারেনি। সেই দিনটিকে সামনে রেখেই রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার সিপিএমের বিএসপি সংগঠনের তরফে দলীয় পার্টি অফিসের সামনে সম্প্রীতি দিবস পালন করা হয়। সংগঠনের তরফে ই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে স্মরণ করানোর জন্য পথ চলিত যে সমস্ত মানুষজন ছিল তাদের হাতে রাখি পরিয়ে এ দিনটি পালন করা হয়। সেখানে সিপিএম নেতা মানবের চৌধুরী, প্রফুল্ল বসাক, বিএসপির রাজ্য নেতৃত্ব রাহুল মজুমদার, এবিটিএ জেলা নেতৃত্ব কমলেন্দু বসাক, কল্লোল রায়, এবিপিটিএ জেলা নেতৃত্ব অমিতাভ ঘোষ, অলকের চৌধুরী, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের আব্দুল মান্নান চৌধুরী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। তারা পথচারী সকলকে রাখি পরিয়ে দেন।
এ বিষয়ে সংগঠনের জেলা নেতা কমলেন্দু বসাক জানিয়েছেন, বঙ্গভঙ্গ রোধে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান সেই দিনটিকে সামনে রেখেই আমরা সম্প্রীতি দিবস ও রাখি বন্ধন উৎসব পালন করলাম।যা আগামী দিনেও করা হবে।
সিপিআইএমের সংগঠনের তরফে এদিনের কর্মসূচিতে ভিড় হয়েছিল ব্যাপক।