বুধবার রাতে গোপন সূত্রে খবর ভিত্তিতে গঙ্গারামপুর থানার পুলিশ সুকদেবপুর এলাকা থেকে লক্ষাধিক টাকা নিষিদ্ধ শব্দবাজি সহ এক যুবককে গ্রেফতার করল, পুলিশের এমন কাজকে সাধুবাদ জানাইছেন সকলেই
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২১ শে অক্টোবর দক্ষিণ দিনাজপুর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি সহ এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ সুকদেবপুর এলাকা থেকে ওই শব্দবাজি সহ এক যুবককে গ্রেফতার করে নিয়ে আসে।পুলিশের এমন সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
গঙ্গারামপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গঙ্গারামপুর থানার টাউন বাবু বিশ্বজিৎ বর্মনের কাছে গোপন সূত্রে খবর আছে যে শুকদেবপুরে এক যুবক প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি মজুত করেছে তা শ্যামা পূজার মধ্যে বিক্রি করবে বলে। এমন খবর পাওয়ার পরেই টাউনবাবু বিশ্বজিৎ বর্মন বিষয়টি থানার আইসি শান্তনু মিত্রকে জানান। তার নির্দেশ পেতেই গঙ্গারামপুর থানার একটি টিম নিয়ে গিয়ে থানার ওই অফিসার বিশ্বজিৎ বাবু শুকদেবপুরে হানা দেয়। সেখানেই লক্ষাধিক টাকার উপরে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করার পাশাপাশি তা বিক্রি করার জন্য এলাকার যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সাংবাদিক বৈঠক করে থানার আইসি শান্তনু মিত্র বড়বাবু পল্লব ঝা, থানার টাউন অফিসার বিশ্বজিৎ বর্মনকে পাশে বসিয়ে বলেন, শ্যামা পূজার আগে নিষিদ্ধ কোন শব্দবাজি বিক্রি করতে দেওয়া হবে না। প্রয়োজনে এমন অভিযান চলতে থাকবে।
গঙ্গারামপুর থানা পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।