ভোরের আলো ফুটতেই রাস্তায় থরে থরে টাকা। শুনতে গল্প মনে হলেও এই ঘটনা সত্যি।

0
1149

রায়গঞ্জ ,১২ মে: ভোরের আলো ফুটতেই রাস্তায় থরে থরে টাকা। ঘুম থেকে উঠতেই যেন স্বপ্নপুরণ হতে দেখে ছো মেরে টাকার বান্ডিল তুলে সোজা পকেটে। কিন্তু তারপরেই যেন হুশ ফেরে। এই নোট গুলো কে, আর কেনই বা রাস্তায় ছড়িয়ে দিল? আর এতে অন্য কোনো মতলব নেই তো? করোনার সংক্রমণের খপ্পরে পড়লাম নাতো? এমনই আশঙ্কায় ভীত রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া টাকা সংগ্রহকারীদের মনে।

শুনতে গল্প মনে হলেও এই ঘটনা সত্যি। মঙ্গলবার সকাল প্রায় ছ’টা নাগাদ রায়গঞ্জের বন্দর এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন কুমারডাঙীর দিক থেকে মোটর বাইকে চেপে দুজন রায়গঞ্জ শহরের দিকে আসছিলেন। সে সময় বন্দর পোষ্ট অফিসের সামনে দিয়ে ওই বাইক আরোহিরা টাকা ছড়াতে ছড়াতে যান। পেছন থেকে স্থানীয়রা চিৎকার করে ডাকাডাকি করলেও ওই বাইক আরোহিরা তাতে কর্ণপাত না করে সোজা গন্তব্যের উদ্দ্যেশ্যে চলে যায়। এদিকে রাস্তায় বেশ মোটা অঙ্কের টাকা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তা থেকে কুড়িয়ে যে যার মত টাকা পকেটে পোড়েন বলে অভিযোগ। কিন্তু এরপরই আতঙ্কিত হয়ে পড়েন তারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ গিয়ে টাকা সংগ্রহকারীদের ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয় বলে স্থানীয়রা জানান। তবে কারা এমন ঘটনা ঘটালো তা এখনো স্পষ্ট নয়। আবার কারো টাকা যদি হারিয়ে গিয়ে থাকে তাতে থানা বা ওই এলাকায় সে ব্যাপারেও কেউ যোগাযোগ করেন নি বলে জানা গেছে। তবে যাই হোক এই লক ডাউনের মাঝে হঠাৎ এই টাকা ছাড়ানোর ঘটনা এক শ্রেনীর মানুষের কাছে যেমন চরম উৎসাহের আবার এই ঘটনায় রীতিমত তীব্র আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ শহর জুড়ে। এদিন স্থানীয় একটি বাড়ির সিসি ক্যামেরায় সে চিত্র ধরা পড়ে। স্থানীয় বাসিন্দাদের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here