চাঁচল,১৪মে: পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রতুয়া দু’নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের মির্জাত পুর গ্রামে।এদিনের এই ঘটনায় দুজনকে আটক করেছে পুকুরিয়া থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই গৃহবধূর নাম ফুল তারা খাতুন (১৯)। এক বছর আগে বিয়ে হয় ওই গ্রামের এক যুবক শেখ আইনুরের সঙ্গে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনেরা পনের জন্য মেয়ের সাথে অশান্তি করতো। পরিবারের সদস্যদের অভিযোগ, পণের দাবিতে মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে খুন করেন মেয়ের শ্বশুর বাড়ির লোকজনেরা।। মেয়ের বাপের বাড়ির লোকজন খবর পেয়ে সেখানে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুকুরিয়া থানায়। পুকুরিয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মেয়ের বাড়ি লোক থানায় খুনের একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্তে নেমে দুজনকে আটক করে পুকুরিয়া থানার পুলিশ।