গঙ্গারামপুরে প্রশাসক বোর্ডের সদস্যরা আরো উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে বৈঠক করলেন ۔আশ্বাস দিলেন বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের কাজ শুরু করার

0
469

নিজস্ব সংবাদদাতা ,গঙ্গারামপুর, 21 মে, দক্ষিণ দিনাজপুর: পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্যদের নিয়ে বৈঠকে বসে আরো উন্নয়নমূলক কাজে রূপরেখা তৈরি করলেন কমিটির সদস্যরা /শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার প্রশাসকদের 5 সদস্যকে অভিনন্দন জানান বিশিষ্টজনেরা /বোর্ডের সদস্যরা জানালেন সকলকে নিয়ে উন্নয়নমূলক কাজ করা হবে, তবে বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের কার জন্য দ্রুত চালু করা যায় তার জন্য তারা উদ্যোগ নেবেন / গঙ্গারামপুর পৌরসভা বোর্ডের মেয়াদ শেষ হতেই রাজ্য প্রশাসনের তরফে গঙ্গারামপুর পৌর প্রশাসন বোর্ডের 5 সদস্যের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয় /সেখানে রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ, গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস, পৌরসভার চেয়ারম্যান অমল সরকার ,ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত ,17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক বর্ধন মত 5 জনের নাম চলে আসে পুরসভায় /পৌর প্রশাসন বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে অমল সরকারকে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বলে খবর /শুক্রবার গঙ্গারামপুর পৌরসভা 5 সদস্যের মধ্যে রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ গঙ্গারামপুর বিধায়ক গৌতম দাস ,পুরসভার চেয়ারম্যান অমল সরকার ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত ও ,17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক বর্ধনের মত সদস্যদের বিশিষ্ট জনেরা তাদের সংবর্ধনা দেন/সেখানে ওই পাঁচ সদস্য মিলে আগামী দিনে আরও বেশি করে কিভাবে গঙ্গারামপুর শহরের উন্নয়নমূলক কাজ করা যায় সে বিষয়ে একটি মিটিং করেন/ সেখানে বিভিন্ন ধরনের উন্নয়ন কাজের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর /রাজ্যসভার সাংসদ তথা পৌর প্রশাসক বোর্ডের সদস্য অর্পিতা ঘোষ জানিয়েছেন এই কমিটির শহরবাসীর জন্য আরও বেশি করে উন্নয়নমূলক কাজ করে যাবে /যেন দ্রুত বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের কাজ শুরু করা যায় তার জন্য তিনি চেষ্টা করবেন / গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমলেন্দু সরকার জানিয়েছেন আগেও শহরবাসীর জন্য বহু উন্নয়নমূলক কাজ করেছি ,আগামী দিনেও কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাব /বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে /গঙ্গারামপুর এর বিধায়ক তথা পৌর প্রশাসক বোর্ডের সদস্য গৌতম দাস জানিয়েছেন যেন বেশি করে উন্নয়নমূলক কাজ শহরবাসী পান তার জন্য সব ধরনের চেষ্টা করে যাবো /এদিনে পৌর প্রশাসক বোর্ডের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ , জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহকারি সভাধিপতি ললিতা টিক্কা , বিধায়ক গৌতম দাস ,প্রশাসক বোর্ডের সদস্য তথা চেয়ারম্যান অমলেন্দু সরকার ,সদস্য রাকেশ পন্ডিত অশোক বর্ধমান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here