গ্রামে পৌঁছলো পথদুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকের নিথর দেহ|চাঁচল ও হরিশ্চন্দ্রপুর

0
912

চাঁচল,২৪ মে :- ঘরের ছেলে ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে ছিল গোটা গ্রাম. আজ সেই অপেক্ষাতে ইতি পড়ল.. ছেলে নয়, আজ গ্রামে পৌঁছলো পথদুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকের নিথর দেহ.. অভাবের সংসারে, লেগেই থাকত নিত্যদিনের টানাটানি তাই একটু সুখের মুখ দেখতে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে চাঁচল ও হরিশ্চন্দ্রপুর এলাকার জাহের আলী ও মোহোবুল আলী নামে দুই শ্রমিক.. গত পরশু ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে উত্তরপ্রদেশের ফরিদাবাদে দুজনেরই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়. দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া. পরিবারের লোকেরা মৃতদেহটি ফেরানোর দাবিতে সরকারের কাছে আর্জি জানান.. শেষমেষ সামশির সমাজসেবক অভিষেক সিঙ্ঘানিয়ার তত্ত্বাবধানে দুই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আজ গ্রামে ফিরে.. মৃতদেহ গ্রামে আসতেই স্বজনহারা কান্নায় ভেঙে পড়েন গোটা গ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here