করোনা আক্রান্ত সুস্থ হওয়ায় তাদের পুষ্পস্তবক ও পুষ্পবৃষ্টি করে সম্বর্ধনা জানিয়ে ছুটি দিল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর।

0
878

 রায়গঞ্জ,২৪ মে :করোনা আক্রান্ত সুস্থ হওয়ায় তাদের পুষ্পস্তবক ও পুষ্পবৃষ্টি করে সম্বর্ধনা জানিয়ে ছুটি দিল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। রায়গঞ্জ করোনা হাসপাতাল থেকে দুই আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন,উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং চাকুলিয়া ব্লকের দুই জন করোনা জীবানু নিয়ে রায়গঞ্জ করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।চিকিৎসায় পর তারা সুস্থ হওয়ায় আজ তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল।বাড়ি গিয়েও তারা হোম করোন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়াও করোনার হাত থেকে রেহাই পেতে কি কি সর্তকতা মূলক ব্যবস্থা অবলম্বন করতে হয় সেব্যাপারেও তাদের সচেতন করা হয়েছে।
মুখ্যস্বাস্থ্য আধিকারিক আরো জানিয়েছেন, রায়গঞ্জ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের তিন কর্মির করোনা উপসর্গ দেখা দিয়েছিল। তাদের লালারস পরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়েছিল।তিন কর্মি চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। আজ তাদেরও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল।
করোনা আক্রান্ত ব্যাক্তিরা হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের ফুল ছিটিয়ে অভিনন্দন জানানো হয়। হাসপাতালের গাড়িতেই তাদের বাড়িতে পৌছে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here