নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৪ মে-রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার ৬ নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা এলাকার সি পি এম নেতা অনুপ রায় সহ তার নেতৃত্বে এলাকার বেশ কিছু বাম কর্মী , সমর্থক বিজেপিতে যোগদান করল। এদিন গঙ্গারামপুর বাস স্ট্যান্ড সংলোগ্ন বিজেপি পার্টি অফিসে বালুরঘাট লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এবং দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিনয় বর্মন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।